তাঁর পায়ের সঙ্গে চলে বিশ্বকাপ ট্রফি

কাতার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা দলের অন্যতম সদস্য লিয়ান্দ্রো পারেদেস। বিশ্বকাপ ট্রফির উল্কি পায়ে আঁকিয়েছেন তিনি। সাব্বির রহমান একটি ক্রিকেট একাডেমি উদ্বোধন করতে গেছেন প্যারিসে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়ানো তারকাদের ছবি দেখুন ফটোফিচারে—
১ / ৫
একটা ক্রিকেট একাডেমি উদ্বোধন করতে সাব্বির রহমান এখন প্যারিসে। ফ্রান্সের এ শহরে গিয়ে আইফেল টাওয়ার দর্শন না করলে কি চলে!
ইনস্টাগ্রাম
২ / ৫
বন্ধুদের সঙ্গে গলফ কোর্সে কিংবদন্তি সাঁতারু মাইকেল ফেলপ্‌স্‌
ইনস্টাগ্রাম
৩ / ৫
দুই পাশে দুই মেয়েকে নিয়ে ছবিটি দিয়ে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার লিখেছেন, ‘বাবার মেয়েরা।’
ইনস্টাগ্রাম
৪ / ৫
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ইউরোপা লিগে গত বৃহস্পতিবার বার্সেলোনার ম্যাচটি জর্দি আলবার জন্য ছিল বিশেষ। এ ম্যাচেই যে কাতালান ক্লাবটির হয়ে ৪৫০ ম্যাচের মাইলফলক ছুঁয়েছেন স্প্যানিশ ফুটবলার। ম্যাচের আগে তাঁকে বিশেষ স্মারক উপহার দিয়েছে আলবার দল
ইনস্টাগ্রাম
৫ / ৫
পায়ের সাথে পা কাঁপে না, পায়ের সাথে রবীন্দ্রনাথ-কবি নুরুল হুদার কবিতার এ লাইন দুটির সঙ্গে মিলিয়ে বলা যায়, ‘লিয়ান্দ্রো পারেদেসের পায়ের সঙ্গে পা চলে না, পায়ের সঙ্গে কাতার বিশ্বকাপের ট্রফি!’
ইনস্টাগ্রাম