কার্ডের ছড়াছড়ির ম্যাচে বার্সার ড্রয়ের অস্বস্তি

একের পর এক কার্ড দেখিয়ে আবারও আলোচনায় রেফারি লাহোজছবি : সংগৃহীত

আন্তোনিও মাতেও লাহোজ—নামটা এত তাড়াতাড়ি কারও ভোলার কথা নয়।

সদ্য সমাপ্ত কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা–নেদারল্যান্ডস কোয়ার্টার ফাইনালে রেকর্ড ১৮টি কার্ড দেখিয়ে ‘কুখ্যাতি’ পান লাহোজ। দুই দলের অভিযোগ আমলে নিয়ে ৪৫ বছর বয়সী এই রেফারিকে তো বাড়িতেই পাঠিয়ে দেয় ফিফা। তবু তাঁর স্বভাব বদলায়নি।

স্প্যানিশ লা লিগায় আজ কাতালান ডার্বি দিয়ে ম্যাচ পরিচালনায় ফিরেই কার্ডের হিড়িক লাগিয়ে দিয়েছেন লাহোজ। এবার তিনি দেখিয়েছেন ১৫টি কার্ড। মাঠের ও সাইড বেঞ্চের খেলোয়াড়েরা তো আছেনই, লাহোজের দণ্ড থেকে বাদ যায়নি বার্সেলোনা কোচ জাভিও। বিশ্বকাপেও আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি ও সহকারী কোচ ওয়াল্টার স্যামুয়েলকে হলুদ কার্ড দেখিয়েছেন এই স্প্যানিশ রেফারি।

আলোনসোর গোল উদ্‌যাপন
ছবি : টুইটার

ন্যু ক্যাম্পে ৭২ মিনিটের পর হঠাৎ যুদ্ধংদেহী রূপ নেওয়া বার্সেলোনা–এস্পানিওল ম্যাচটি ড্র হয়েছে ১–১ গোলে। প্রথমার্ধের শুরুতেই বার্সাকে এগিয়ে দেন মার্কোস আলোনসো। বিরতির পর আলোনসোরই ভুলে পেনাল্টি থেকে সমতা আনেন এস্পানিওল স্ট্রাইকার হোসেলু।

পয়েন্ট হারালেও গোল পার্থক্যে রিয়াল মাদ্রিদকে টপকে আবারও শীর্ষে উঠেছে বার্সা। করিম বেনজেমার জোড়া গোলে গত রাতে ভায়াদোলিদকে হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের ছাড়িয়ে গিয়েছিল রিয়াল।

চূড়ায় ফিরলেও অবশ্য ড্রয়ের অস্বস্তি রয়েই যাচ্ছে রবার্ট লেভানডফস্কি–উসমান দেম্বেলেদের। ঘরের মাঠে অবনমন অঞ্চলে থাকা দলের বিপক্ষে ড্র এমনিতেই হারের সমতুল্য। তার ওপর নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে পয়েন্ট খোয়ানো একটু বেশিই পোড়াবে তাঁদের।

সব মিলিয়ে বার্সা হলুদ কার্ড দেখেছে ৮টি, এস্পানিওল ৫টি। অন্য দুটি লাহোজের চোখে গুরুদণ্ড। বার্সার হয়ে লা লিগায় নিজের ৩০০তম ম্যাচটি জর্দি আলবার জন্য হয়ে থাকল চরম হতাশার। দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন অভিজ্ঞ এই ডিফেন্ডার। একই পরিণতি হয় এস্পানিওল মিডফিল্ডার ভিনিসিয়ুস সোসার। অথচ ৭২ মিনিটের আগে কাতালান ডার্বির উত্তাপ সেভাবে আঁচই করা যায়নি। এস্পানিওলের ওই পেনাল্টি ঘিরে পাল্টে যায় দৃশ্যপট। রেফারি লাহোজও দেখাতে শুরু করেন তাঁর ‘ভয়ংকর’ রূপ।

প্রয়াত কিংবদন্তি পেলের স্মরণে নীরবতা পালন করা হয়
ছবি : এএফপি

৭৭ শতাংশ সময় বল দখলে রাখা বার্সেলোনা গোলের জন্য নেয় ২১ শট, যার ছয়টি ছিল লক্ষ্যে। এস্পানিওলের চার শটের শুধু একটিই ছিল লক্ষ্যে। 

গতকালই লেভানডফস্কিকে তিন ম্যাচের নিষেধাজ্ঞা থেকে মুক্তি দেন আদালত। ব্যাপারটিকে ভালোভাবে নেয়নি এস্পানিওল। ম্যাচ না খেলার কথাও নাকি ভেবেছিল কাতালান ক্লাবটি। শেষ পর্যন্ত অবশ্য সিদ্ধান্ত থেকে সরে এসে খেলতে নামে তারা।

ন্যু ক্যাম্পকে স্তব্ধ করে দেন হোসেলু
ছবি : সংগৃহীত

ন্যু ক্যাম্পে ম্যাচ শুরুর আগে ফুটবলের রাজা পেলের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বার্সা সমর্থকদের উদ্দেশে লা লিগা গোল্ডেন বুট প্রদর্শন করেন লেভা। ব্যাপারটা ‘যেন কাঁটা ঘায়ে নুনের ছিটা’ দেয় এস্পানিওলকে। তবে দাঁতে–দাঁত চেপে লড়াই করে ‘গোল মেশিন’ লেভাকে ঠিকই আজ গোলবঞ্চিত রেখেছে তারা। সঙ্গে ম্যাচ ড্র করে লেভাদের ‘থার্টি ফার্স্ট নাইট পার্টি’ কিছুটা বিবর্ণ করে দিয়েছে।

আরও পড়ুন