জিনস–কাণ্ডে আলোচিত কার্লসেনের বিয়ে আর সানিয়ার দিনযাপন

টেনিস কোর্টে আরিনা সাবালেঙ্কা। সিডনি থেকে জাহানারা আলম। ভিনিসিয়ুস জুনিয়রের ধাক্কা। স্যাম কনস্টাসের রিভার্স স্কুপ। বিয়ে করলেন ম্যাগনাস কালর্সেন আর সানিয়ার দিনযাপন। মাঠে ও মাঠের বাইরে খেলার তারকাদের নির্বাচিত ছবি।
১ / ৮
সিডনি ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে বাংলাদেশি ক্রিকেটার জাহানারা আলম এখন অস্ট্রেলিয়ায়। সেখান থেকেই সবাইকে শুভ সকাল জানিয়েছেন তিনি
ইনস্টাগ্রাম
২ / ৮
ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টে সেমিফাইনাল ম্যাচের একপর্যায়ে এভাবেই ক্যামেরাবন্দী হন শীর্ষ বাছাই আরিনা সাবালেঙ্কা। ম্যাচে অবশ্য রাশিয়া প্রতিপক্ষ মিরা আন্দ্রিভার বিপক্ষে সহজ জয়ই পেয়েছেন সাবালেঙ্কা
এএফপি
৩ / ৮
পাকিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরির পর দক্ষিণ আফ্রিকান ওপেনার রায়ান রিকেলটনের উদ্‌যাপনও হয়েছে দেখার মতো। ব্যাটের ওপর হেলমেট রেখে উদ্‌যাপন সেরেছেন এই ব্যাটসম্যান
এএফপি
৪ / ৮
ভ্যালেন্সিয়া গোলকিপার স্টোল দিমিত্রিয়েভস্কির ঘাড়ে আঘাত করছেন ভিনিসিয়ুস। এ ঘটনায় লাল কার্ড দেখে মাঠও ছাড়তে হয়েছে ভিনিকে। পরে অবশ্য ক্ষমা চেয়েছেন রিয়াল মাদ্রিদ উইঙ্গার
রয়টার্স
৫ / ৮
ঋষভ পন্তের ব্যাটিংয়ে এমন দৃশ্য মোটেও নতুন কিছু নয়। আজও ৩৩ বলে ৬১ রানের ইনিংস খেলার পথে নিজের এই ট্রেডমার্ক শটটি খেলেছেন ভারতীয় উইকেট-রক্ষক ব্যাটসম্যান
এএফপি
৬ / ৮
অভিষেক টেস্টের পর সিডনিতে নিজের দ্বিতীয় টেস্টেও যশপ্রীত বুমরার বিপক্ষে রিভার্স স্কুপ শটে চার মেরেছেন অস্ট্রেলিয়ান ওপেনার স্যাম কনস্টাস
এএফপি
৭ / ৮
ছেলের সঙ্গে ছবিসহ সাম্প্রতিক সময়ে দিন যাপনের নানা ছবি একসঙ্গে পোস্ট করেছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা
ইনস্টাগ্রাম
৮ / ৮
সম্প্রতি জিনস পাল্টাতে রাজি না হওয়ায় দাবা চ্যাম্পিয়নশিপ থেকে বাদ পড়ে ব্যাপকভাবে আলোচনায় ছিলেন র‍্যাঙ্কিংয়ে শীর্ষ দাবাড়ু ম্যাগনাস কার্লসেন। সেই আলোচনার রেশ শেষ হওয়ার আগেই বিয়ের পিঁড়িতে বসে নতুন করে আলোচনায় এলেন কার্লসেন আজ ইলা ভিক্টোরিয়া মালোনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন সময়ের অন্যতম এই সেরা দাবাড়ু
রয়টার্স