শুরুতে খালেদ, মাঝে ধনাঞ্জয়া–কামিন্দু আর সন্ধ্যায় ম্লান বাংলাদেশের ব্যাটিং

সিলেটে আজ শুরু হয়েছে ২ ম্যাচ সিরিজের বাংলাদেশ–শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। প্রথম টেস্টের প্রথম দিনটি দুই দলের জন্যই ছিল উত্থানপতনের। সেই উত্থানপতনে দিনের শেষ হাসিটা শ্রীলঙ্কারই—

১ / ৮
হাউ’জ দ্যাট! দুই ওপেনার জাকির হাসান ও মাহমুদুল হাসানের এই আবেদনে আম্পায়ার সাড়া দিয়েছিলেন কি!
শামসুল হক
২ / ৮
বাংলাদেশ তাঁর প্রিয় প্রতিপক্ষ। ক্যারিয়ার সর্বোচ্চ ১৭৩ রানের ইনিংস এই বাংলাদেশের বিপক্ষেই। আজও শ্রীলঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ১০২ রানের ইনিংস খেলে দলকে বিপদমুক্ত করেছেন
শামসুল হক
৩ / ৮
পেসার নাহিদ রানাকে অভিষেক ক্যাপ তুলে দিচ্ছেন অধিনায়ক নাজমুল হোসেন
শামসুল হক
৪ / ৮
নিসান মাদুশঙ্কাকে ফিরিয়ে খালেদের উদ্‌যাপন। নিসাঙ্কাকে ফিরিয়েই আজ বাংলাদেশকে প্রথম উইকেট এনে দেন খালেদ
শামসুল হক
৫ / ৮
৩২ রানে নেই ৩ উইকেট। দিনের শেষে কি হাসিমুখে আর ড্রেসিংরুমে যাওয়া যায়! মাহমুদুল হাসান ও তাইজুল ইসলাম তাই ড্রেসিংরুমে যাচ্ছেন গোমড়া মুখেই
শামসুল হক
৬ / ৮
শেষ ঘণ্টায় বাংলাদেশের ৩ উইকেট তুলে নিয়ে হাসিমুখে দিন শেষ করেছে শ্রীলঙ্কা
শামসুল হক
৭ / ৮
টেস্ট ক্যারিয়ারে প্রথম টেস্ট সেঞ্চুরি উদ্‌যাপন কামিন্দু মেন্ডিসের। ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে ষষ্ঠ উইকেটে তাঁর ২০২ রানের জুটিই মূলত ম্যাচে ফিরিয়েছে শ্রীলঙ্কাকে
শামসুল হক
৮ / ৮
ব্যাট প্যাডের ফাঁক দিয়ে বোল্ড দিমুত করুনারত্নে। এমন দৃশ্যের নির্মাতা পেসার খালেদ আহমেদ
শামসুল হক