বায়ার্নকে লেভানডফস্কির ‘ধন্যবাদ’

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমেই পাওয়া যায় সেসব। তারই নির্বাচিত কয়েকটি ছবি নিয়ে এ ফটো ফিচার—
১ / ৭
সেলফি হিসেবে এ ছবিকে ১০-এর মধ্যে কতো দেবেন আপনি? ইমাম-উল-হক জানতে চেয়েছেন সেটিই। অবশ্য বেশ কিছুদিন পর ফখর জামানের সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে, সেটিও জানিয়েছেন পাকিস্তানি ওপেনার
ইনস্টাগ্রাম
২ / ৭
খুদে ভক্ত এমা রাদুকানুর অটোগ্রাফ পেয়ে খুশি, ছবিতেই স্পষ্ট সেটি। খুশি যে রাদুকানু নিজেও হয়েছেন, সেটিও বলে দেওয়াই যায়!
ইনস্টাগ্রাম
৩ / ৭
গত মার্চে অকস্মাৎ চলে গেছেন শেন ওয়ার্ন। এ গ্রীষ্মে লর্ডসে স্কাই স্পোর্টসের কমেন্ট্রি বক্সের নামকরণ করা হয়েছে তাঁর নামে। ছেলে জ্যাকসন ওয়ার্ন লন্ডন ঘুরতে গিয়ে দেখে এসেছেন সেটিও। হাসিমুখে বাবার ছবির পাশে দাঁড়িয়ে ছবি তুলে জানিয়েছেন বাবার দেওয়া তিন উপদেশের কথাও—মুহূর্তে বাঁচো, ভালো ব্যবহার করতে পয়সা খরচ করতে হয় না, আর হাল ছেড়ো না
ইনস্টাগ্রাম
৪ / ৭
ইউরোর ফাইনালে জয়সূচক গোলের পর ক্লোয়ি কেলি হয়ে গেছেন ইংল্যান্ডের জাতীয় তারকা। এবার ফিফা২৩-এর শুভেচ্ছাদূত হয়েছেন তিনি। ‘আমাকে নিয়ে শেষ মুহূর্তে জয়সূচক গোল করতে কে কে প্রস্তুত?’, জানতে চেয়েছেন কেলি
ইনস্টাগ্রাম
৫ / ৭
নাসিওয়ানেলের ট্রেনিং গ্রাউন্ডে লুইস সুয়ারেজ…
ইনস্টাগ্রাম
৬ / ৭
এ ব্যান্ডের নাম কী হতে পারে? রেসি ফন ডার ডুসেন জানতে চেয়েছেন সেটি
ইনস্টাগ্রাম
৭ / ৭
রবার্ট লেভানডফস্কি এখন বার্সেলোনার। প্রাক্‌-মৌসুমে কাতালান ক্লাবটির হয়ে মাঠেও নেমেছেন তিনি। তবে বায়ার্ন মিউনিখকে তো চাইলেই ভুলতে পারেন না! বায়ার্নে থাকার সময় জেতা শিরোপাগুলোর সঙ্গে এ ছবিটা পোস্ট করে লেভানডফস্কি লিখেছেন, ‘একসঙ্গে আমরা ইতিহাস গড়েছি! দারুণ এক দলের সঙ্গে অবিস্মরণীয় ৮ বছর! ধন্যবাদ।’
ইনস্টাগ্রাম