মেসিকে পেয়ে বেকহামের স্বপ্ন হলো সত্যি

বার্সেলোনা, পিএসজির পর লিওনেল মেসির নতুন ঠিকানা হতে যাচ্ছে ইন্টার মায়ামি—এমনটি জানা হয়েছিল এক মাস আগেই। তবে মেসিকে মায়ামির খেলোয়াড় রূপে এত দিন দেখা যায়নি। অবশেষে মায়ামির জার্সি পরা মেসিকে সামনে নিয়ে এলেন ডেভিড বেকহাম। এদিকে যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলতে গেছেন ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ড। আর ওয়েস্ট ইন্ডিজে খেলতে গিয়ে দুই টেস্টের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন রবিচন্দ্রন অশ্বিন। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের দিনযাপনের ছবি—
১ / ৮
কাইরন পোলার্ড এখন যুক্তরাষ্ট্রে। উদ্দেশ্য মেজর লিগ ক্রিকেটে খেলা। তবে খেলার ফাঁকে সময় দিচ্ছেন পরিবারকেও
ইনস্টাগ্রাম
২ / ৮
উইম্বলডন ফাইনাল দেখতে গ্যালারিতে হাজির রবি শাস্ত্রী। ভারতের সাবেক ক্রিকেটার ও কোচ টেনিস মাঠের আবহে অভিভূত
ইনস্টাগ্রাম
৩ / ৮
লাল শাড়ি পরা মানুষটিকে চিনতে পারছেন? তিনি ভারত নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিতালি রাজ। একটি ধর্মীয় উৎসবে হায়দরাবাদের লাল দরজা মন্দিরে তোলা ছবি
ইনস্টাগ্রাম
৪ / ৮
ফুটবল আছে, সন্তানেরাও আছে—সের্হিও রামোসের আনন্দময় সময়
ইনস্টাগ্রাম
৫ / ৮
বেশ ফুরফুরে সময় কাটছে রবিচন্দ্রন অশ্বিনের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পরের টেস্ট শুরু হতে এখনো তিনদিন বাকি। ভারতের তারকা স্পিনার ঘুরছেন ক্যারিবীয় অঞ্চলে
ইনস্টাগ্রাম
৬ / ৮
কোথায় ঘুরতে গেছেন অ্যালেক্সিয়া পুতেলাস? স্পেন নারী দলের অধিনায়ক ও মেয়েদের ফুটবলের সর্বশেষ দুটি ব্যালন ডি’অরজয়ী অবশ্য ছবির সঙ্গে কিছু উল্লেখ করেননি
ইনস্টাগ্রাম
৭ / ৮
ছুটিতে ব্রাজিলে গিয়ে বেশ ভালোই সময় কাটছে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রের
ইনস্টাগ্রাম
৮ / ৮
লিওনেল মেসির গায়ে ইন্টার মায়ামির জার্সি, পাশে দাঁড়িয়ে ক্লাবের অন্যতম মালিক ডেভিড বেকহাম। সাবেক ইংলিশ তারকার জন্য এ এক স্বপ্নপূরণের ক্ষণ। ক্যাপশনেও লিখেছেন সেটা, ‘স্বপ্ন হলো সত্যি।’
ইনস্টাগ্রাম