বাবাকে জড়িয়ে ধরে যা বললেন আবেগপ্রবণ নেইমার

বুর্জ খলিফার সামনে আন্দ্রেস ইনিয়েস্তা, শোয়েব মালিকের জন্মদিন পালন, লকি ফার্গুসনের বিবাহবার্ষিকী, সুপারমডেল আরিনা সাবালেঙ্কা আর বাবাকে জড়িয়ে আবেগপ্রবণ নেইমার। মাঠে ও মাঠের বাইরে খেলার দুনিয়ার নির্বাচিত ছবি।
১ / ৮
গতকাল ৪৩-এ পা দিয়েছেন শোয়েব মালিক। ছবিটি পোস্ট করে যাঁরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, সবার ভালোবাসার জবাব দিয়েছেন পাকিস্তানি এই অলরাউন্ডার
ইনস্টাগ্রাম
২ / ৮
হংকংয়ে চীনা নববর্ষ উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচে রিভালদো, রায়ান গিগসদের সঙ্গে খেলেছেন কাকাও। এই ছবির ক্যাপশনে হংকংয়ের প্রতি নিজের মুগ্ধতা ও মনে রাখার মতো একটি দিন কাটানোর কথা জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি
ইনস্টাগ্রাম
৩ / ৮
নিজের দিনযাপনের ছবি নিয়মিতই পোস্ট করেন ‘ইউনিভার্স বস’–খ্যাত ক্রিস গেইল। এই ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ছবিই সব’
ইনস্টাগ্রাম
৪ / ৮
যে কেউ ভাবতে পারেন, এটি হয়তো কোনো সুপারমডেলের ছবি। তবে সুপারমডেল নন, ছবিটি টেনিস তারকা আরিনা সাবালেঙ্কার। ফ্লন্ট ম্যাগাজিনের জন্য এমন চোখধাঁধানো ছবি তুলেছেন তিনি
ইনস্টাগ্রাম
৫ / ৮
কোনো ক্যাপশন ছাড়াই নিজের এই ছবি পোস্ট করেছেন আর্জেন্টাইন ফুটবল তারকা রদ্রিগো দি পল
ইনস্টাগ্রাম
৬ / ৮
দুবাইয়ে গিয়ে বুর্জ খলিফার সামনে দাঁড়িয়ে ছবি না তুললে কি হয়! সুযোগ পেয়ে ছবিটা তুলেই নিলেন কিংবদন্তি স্প্যানিশ ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা
ইনস্টাগ্রাম
৭ / ৮
বিয়ের এক বছর পূর্তি উদ্‌যাপন করছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার লকি ফার্গুসন। বিয়ের এই ছবি দিয়ে স্ত্রী এমা কমেচকিকে নিজের ভালোবাসা পুনর্ব্যক্ত করেছেন ফার্গুসন
ইনস্টাগ্রাম
৮ / ৮
‘আমরা একসঙ্গে শুরু করেছিলাম। একসঙ্গে দুনিয়া ভ্রমণ করেছি এবং একসঙ্গে নিজেদের শহরে ফিরে এসেছি, যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল।’ বাবা নেইমার সিনিয়রের সঙ্গে আবেগঘন মুহূর্তের ছবি পোস্ট করে এমন ক্যাপশন দিয়েছেন নেইমার
ইনস্টাগ্রাম