এমবাপ্পেকে ‘হেনস্তা’ করায় পিএসজিকে ধুয়ে দিল ফ্রান্সের ফুটবলারদের সংগঠন

পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পেছবি: টুইটার

দলবদল এবং কিলিয়ান এমবাপ্পে নাটক যেন এখন সমার্থক। আগের দুই মৌসুমের মতো এবারও এমবাপ্পের দলবদলকে ঘিরে মঞ্চস্থ হচ্ছে একের পর এক নাটক। তবে এবার পুরো ঘটনার পরিপ্রেক্ষিতে ফ্রান্সের পেশাদার ফুটবলারদের সংগঠন ন্যাশনাল ইউনিয়ন অব প্রফেশনাল ফুটবলারকে (ইউএনএফপি) পাশে পাচ্ছে এই ফরাসি তারকা। এমনকি ‘হেনস্তা’ করার অভিযোগ এনে পিএসজিকে ধুয়েও দিয়েছে তারা। একই সঙ্গে দেওয়া হয়েছে মামলার হুমকিও।

পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে ১৫ জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল এমবাপ্পের। কিন্তু এমবাপ্পের এর মধ্যে কিছুই জানাননি। এমবাপ্পের এই নীরবতা ভালোভাবে নেয়নি পিএসজি। এমবাপ্পের মতো একজন খেলোয়াড়কে বিনা মূল্যে ছেড়ে দিতে হবে, এটাও পিএসজি মেনে নিতে পারছে না

আরও পড়ুন

এর জেরেই এমবাপ্পেকে জাপান ও দক্ষিণ কোরিয়াগামী প্রাক্‌–মৌসুম সফরের দল থেকে বাদ দেয় পিএসজি। একই সঙ্গে তাঁকে বিক্রির তালিকায় তোলার খবরও সামনে এসেছে। এই ঘটনার পরই মূলত এগিয়ে এসেছে খেলোয়াড়দের সংগঠনটি।
এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই খেলোয়াড়দেরও বাকি সব পেশাদার খেলোয়াড়দের মতো একই ধরনের কর্ম পরিবেশে কাজ করবার সুযোগ পাওয়া উচিত। ইউএনএফপির মতে, ম্যানেজারদের এটা মনে করিয়ে দেওয়া উচিত হবে, খেলোয়াড়দের কর্ম পরিবেশের অবনতি তাদের ওপর চাপ তৈরি করে। উদাহরণস্বরূপ বলা যায়, তাদের দল ছেড়ে যেতে বাধ্য করা কিংবা কর্তৃপক্ষের চাওয়া মেনে নিতে মানসিকভাবে হেনস্তা করা। ফ্রান্সের আইন এই ধরনের কাজকে সমর্থন করে না।’

পিএসজির অনুশীলনে কিলিয়ান এমবাপ্পে
ছবি: রয়টার্স

ইউএনএফপি এই ধরনের কাজের বিরোধিতার পাশাপাশি পিএসজির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে, ‘ক্লাবগুলো যদি এমন আচরণ করে তবে ইউএনএফপি তাদের বিরুদ্ধে দেওয়ানি এবং ফৌজদারি মামলা করার অধিকারও সংরক্ষণ করে।’

এদিকে পিএসজির প্রাক্‌–মৌসুম সফর থেকে বাদ পড়ার পর এমবাপ্পেকে আলাদাভাবে অনুশীলন করতে দেখা গেছে। অনুশীলনস্থলে এসে এমবাপ্পে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ও ভক্তদের জার্সিতে অটোগ্রাফ দিয়েছেন। এর মধ্যে ফরাসি সংবাদমাধ্যম লা পারিসিয়ান জানিয়েছেন, এমবাপ্পের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে এরই মধ্যে পিএসজি প্রতিনিধিরা এমবাপ্পের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেছেন। তবে এই বৈঠকেও পিএসজি নিজেদের অবস্থান থেকে সরে আসেনি। তারা নিজেদের পুরোনো অবস্থানেই আছে—হয় এমবাপ্পেকে চুক্তি নবায়ন করতে হবে, নয়তো ক্লাব ছাড়তে হবে।

আরও পড়ুন

আর এ দুটোর যদি কোনোটাই না হয়, তবে এমবাপ্পেকে আগামী মৌসুমের পুরোটা বেঞ্চে বসে কাটাতে হবে। জাপান সফর থেকে তাঁকে বাদ দেওয়ার মধ্যে দিয়ে মৌসুমে কেমন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে, সেই ইঙ্গিত নাকি দিতে চেয়েছে পিএসজি।
পিএসজি-এমবাপ্পের এমন দ্বন্দ্বের মধ্যে নতুন খবর হচ্ছে, ফরাসি স্ট্রাইকারকে কিনতে আগ্রহ দেখাচ্ছে আর্সেনালও।

এর আগে রিয়াল মাদ্রিদের সঙ্গে এমবাপ্পেকে পাওয়ার দৌড়ে ছিল লিভারপুল। তবে ‘গানার’দের আগমনের এখন লড়াইটা ত্রিমুখী হয়ে ওঠার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এমনকি এমবাপ্পেকে পাওয়ার জন্য আর্সেনাল নাকি গ্যাব্রিয়াল মার্তিনেল্লিকেও বিক্রি করতে রাজি। তবে এমবাপ্পের ভবিষ্যৎ নির্ধারিত হওয়ার আগে পিএসজির সঙ্গে তাঁর বর্তমান সমস্যার সমাধান হওয়া জরুরি।

পিএসজি-এমবাপ্পে কোনো পক্ষই নিজেদের অবস্থানে নমনীয় না হওয়ায় পরিস্থিতি প্রতিনিয়ত জটিল হয়ে উঠছে। এদিকে এমবাপ্পের ভবিষ্যৎ গন্তব্য হিসেবে একাধিক ক্লাবের নাম শোনা গেলেও সব কিছু মূলত নির্ভর করছে তাঁর সিদ্ধান্তের ওপর। শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত কী হবে, তা জানতে হয়তো আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।