‘রোহিতেরই টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়কত্ব করা উচিত, তবে...’

তিন সংস্করণেই ভারতের অধিনায়ক রোহিত শর্মারয়টার্স

ফর্মে থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের অধিনায়কত্ব করা উচিত রোহিত শর্মার। তবে ফর্মে না থাকলে তাঁর দলেই থাকা উচিত নয়। অধিনায়কত্ব নিয়ে ওঠা আলোচনায় এমন বলেছেন সাবেক ব্যাটসম্যান গৌতম গম্ভীর।

দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর আগামী বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারত খেলার সুযোগ পাবে আর ৫টি ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দেশের মাটিতে সিরিজের পর এবারও ভারতকে নেতৃত্ব দিচ্ছেন সূর্যকুমার যাদব। কিন্তু কদিন থেকেই চলছে আলোচনা, বিশ্বকাপে ভারতের অধিনায়কত্ব করবেন কে!

এমন আলোচনার মধ্যেই গম্ভীর এএনআইয়ের এক পডকাস্টে বলেছেন, ‘যদি রোহিত শর্মা ভালো ফর্মে থাকে, তাহলে তারই টি-টোয়েন্টি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া উচিত। অথবা সে যদি ভালো ফর্মে না থাকে, তাহলে ভালো ফর্মে না থাকা কাউকে টি-টোয়েন্টি বিশ্বকাপে নেওয়া উচিত নয়। সে যে-ই হোক না কেন।’

আরও পড়ুন

আনুষ্ঠানিকভাবে ভারতের তিন সংস্করণেরই অধিনায়ক রোহিত। তবে তিনি গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এক বছরেরও বেশি সময় এ সংস্করণে খেলেননি। তাঁর অনুপস্থিতিতে ভারতকে এ সময়ে ১৮টি ম্যাচের (এশিয়ান গেমস বাদে) মধ্যে ১১টিতেই নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া, ৫০ ওভারের বিশ্বকাপের মাঝপথে চোট পেয়ে যিনি আপাতত মাঠের বাইরে।

ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর
ফাইল ছবি

দেশের মাটিতে ৫০ ওভারের বিশ্বকাপের ফাইনাল হারের পর অবশ্য এমন সংবাদও এসেছিল, আন্তর্জাতিক টি-টোয়েন্টি আর খেলতে চান না রোহিত। তবে এরপর আবার ভারতের কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, টি-টোয়েন্টি অধিনায়কত্বের ব্যাপারে রোহিতের সঙ্গে কথা বলেছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই।

গম্ভীর ঘুরেফিরে ফর্মের কথাই বলেছেন, ‘অধিনায়কত্ব হচ্ছে একটা দায়িত্ব। আপনি প্রথম খেলোয়াড় হিসেবে নির্বাচিত হবেন, এরপর আপনাকে অধিনায়ক করা হবে। অধিনায়কের সেরা একাদশে পাকাপাকি জায়গা থাকতে হবে, আর সেই পাকাপাকি জায়গাটা নির্ভর করে ফর্মের ওপর।’

৩৬ বছর বয়সী রোহিত আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। গম্ভীর বলছেন, বয়সের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, ‘একজন খেলোয়াড়কে দলে নেওয়া হবে, না বাদ দেওয়া হবে, বয়স সেটির মানদণ্ড হওয়া উচিত নয়। ফর্মই সেই মানদণ্ড হওয়া উচিত। অবসর ব্যক্তিগত সিদ্ধান্ত, কেউ কোনো খেলোয়াড়কে এ ব্যাপারে জোর করতে পারে না। নির্বাচকদের তাকে দলে না নেওয়ার পূর্ণ অধিকার আছে, কিন্তু কেউ কোনো খেলোয়াড়ের ব্যাট-বল কেড়ে নিতে পারে না। (তবে) ফর্মকেই সবচেয়ে প্রাধান্য দেওয়া উচিত।’

রোহিতের অনুপস্থিতিতে ভারতকে বেশির ভাগ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া (বাঁয়ে)
এএফপি

সেই ফর্মটা অবশ্য রোহিত কোথায় দেখাবেন, নিশ্চিত নয় সেটি। দক্ষিণ আফ্রিকার পর আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের আরেকটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। তবে সে সিরিজ শুরু হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শেষ হওয়ার তিন দিন পরই। টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিতই। ফলে আফগানিস্তানের বিপক্ষেও বিশ্রামেই থাকতে পারেন তিনি।

আরও পড়ুন

সে ক্ষেত্রে আইপিএলে আরও বেশি করে চোখ থাকতে পারে নির্বাচকদের। এমনিতে ভারপ্রাপ্ত অধিনায়ক সূর্যকুমার সম্প্রতি বলেছেন, টি-টোয়েন্টি ম্যাচ বেশি না থাকলেও আইপিএলে প্রতিটি দল অন্তত ১৪টি ম্যাচ খেলবে বলে খেলোয়াড় নির্বাচনে সমস্যা হওয়ার কথা নয়।

মূলত গতবারের আগের মৌসুমে আইপিএলের নবাগত দল গুজরাট টাইটানসকে শিরোপা জেতানোর পরই আলোচনায় আসে পান্ডিয়ার নেতৃত্ব। এরপর ভারতেরও ভারপ্রাপ্ত অধিনায়ক করা হয় তাঁকে। দুই মৌসুম পর অবশ্য নিজের পুরোনো দল মুম্বাইয়ে ফিরে গেছেন পান্ডিয়া, যেখানে তিনি খেলবেন রোহিতের অধীনেই।