উইম্বলডনের নতুন রাজা–রানির নাচ আর লর্ডস টেস্টে রোমাঞ্চ

উইম্বলডনের নতুন রাজা ইয়ানিক সিনার ও নতুন রানি ইগা সিওনতেকের সম্মানে ডিনার পার্টির আয়োজন করা হয়েছে লন্ডনের দ্য ওডব্লুও র‍্যাফলস হোটেলে। সেখানেই একসঙ্গে নাচতে দেখা গেল তাঁদের। লর্ডস টেস্টের শেষ দিনে ছড়িয়েছে রোমাঞ্চ। ক্রীড়াঙ্গনের বিভিন্ন মুহূর্তের নির্বাচিত ছবি নিয়ে এ আয়োজন—
১ / ১৩
সিঙ্গাপুরে চলছে বিশ্ব অ্যাকুয়াটিকস চ্যাম্পিয়নশিপ। আজ জাপান–হাঙ্গেরি ওয়াটার পোলো ম্যাচের একটি মুহূর্ত
রয়টার্স
২ / ১৩
ইংল্যান্ড–ভারত লর্ডস টেস্টের রোমাঞ্চকর শেষ দিনের সাক্ষী হতে এসেছেন এত দর্শক
রয়টার্স
৩ / ১৩
বোলিংয়ে বেন স্টোকস, ব্যাটিংয়ে নীতীশ রেড্ডি। তাঁকে ঘিরে ধরেছেন ইংল্যান্ডের ফিল্ডাররা। লর্ডস টেস্টের শেষ দিনের অপূর্ব এক দৃশ্য
এএফপি
৪ / ১৩
বল হাতে তিনি তাবড় তাবড় ব্যাটসম্যানকে কঠিন পরীক্ষায় ফেলেন। আজ ব্যাট হাতে নিজেকেই সেই পরীক্ষায় পড়তে হয়েছে। ক্রিস ওকসের এই বাউন্সার কোনোরকমে সামলেছেন যশপ্রীত বুমরা
এএফপি
৫ / ১৩
সেই মুহূর্ত—বেল পড়ে গেল, ভারতের শেষ ব্যাটসম্যান মোহাম্মদ সিরাজ আউট, ইংল্যান্ড জিতে গেল লর্ডস টেস্ট
এএফপি
৬ / ১৩
সিরাজকে বোল্ড করার পর শোয়েব বশিরের ভোঁ–দৌড়। তাঁর সঙ্গে লর্ডস টেস্ট জয়ের আনন্দ ভাগাভাগি করে নিতে ছুটছেন সতীর্থরা
এএফপি
৭ / ১৩
সাফ অনূর্ধ্ব–২০ নারী চ্যাম্পিয়নশিপে প্রথম দুই ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে বাংলাদেশ। আজ টিম হোটেলের সুইমিংপুলে তাই বেশ ফুরফুরে মেজাজে দেখা গেল মেয়েদের
বাফুফে
৮ / ১৩
৩৯তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করতে গিয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট ক্ষণিকের জন্য ব্যাডমিন্টন খেলোয়াড় হয়ে গেলেন। আজ ঢাকার শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে
শামসুল হক
৯ / ১৩
ট্রফি নিয়ে ব্রিটিশ রাজপরিবারের সদস্য ক্যাথরিন এলিজাবেথ মিডলটনের সঙ্গে কুশল বিনিময় করেন উইম্বলডনের নতুন রাজা ইয়ানিক সিনার
রয়টার্স
১০ / ১৩
উইম্বলডনের চ্যাম্পিয়নস ডিনার অনুষ্ঠানে পুরুষ এককের নতুন চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার
রয়টার্স
১১ / ১৩
উইম্বলডনের চ্যাম্পিয়নস ডিনার অনুষ্ঠানে নারী এককের নতুন চ্যাম্পিয়ন ইগা সিওনতেক
রয়টার্স
১২ / ১৩
ট্রফি হাতেও পোজ দিয়েছেন সিনার ও সিওনতেক
এক্স
১৩ / ১৩
উইম্বলডনের নতুন রাজা–রানিকে একসঙ্গে নাচতেও দেখা গেল
এক্স