রশিদ খানের জন্মদিনে যা বললেন গুরবাজ

অধিনায়ক হিসেবে ঢাকায় প্রথম সংবাদ সম্মেলনে বিপুলসংখ্যক সংবাদকর্মীর মুখোমুখি হয়েছেন নিউজিল্যান্ডের লকি ফার্গুসন। এ নিয়ে ইনস্টাগ্রাম পোস্ট করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। আবার হুলিয়ান আলভারেজদের জিম সেশনের দারুণ একটি মুহূর্ত পোস্ট করেছে ম্যানচেস্টার সিটি। শুধু ক্লাব বা বোর্ডই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দিনযাপনের নানা মুহূর্ত ভাগাভাগি করেছেন খেলোয়াড়েরাও। নির্বাচিত ছবি নিয়ে এই আয়োজন—
১ / ৬
ছবিটি টুইট করে কিছুই লেখেননি লোকেশ রাহুল। ভারতীয় উইকেটকিপার-ব্যাটসম্যান শুধু একটা ‘লাভ’ ইমোজি দিয়েছেন। বুঝতেই পারছেন নিশ্চয়ই সঙ্গের মানুষটা কে?
ছবি: টুইটার
২ / ৬
জিমে সাইক্লিং করতে গিয়ে কী দেখছিলেন হুলিয়ান আলভারেজরা? ম্যানচেস্টার সিটির পেজ থেকে অবশ্য দুটি ‘সূত্র’ দেওয়া হয়েছে। ক্যাপশনে লেখা—‘এটা কী পাখি, এটা কি উড়োজাহাজ?’
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৬
এই ছবিটি পোস্ট হয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। আজ শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন লকি ফার্গুসন। বাংলাদেশে এটিই তাঁর প্রথম সফর, আর প্রথমবারই অধিনায়ক হিসেবে
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৬
আয়নায় নিজেকে দেখে কী ভাবছেন দিনেশ কার্তিক? দর্শকদের অবশ্য ‘গভীরভাবে কিছু দেখছেন কি না’ জিজ্ঞেস করেছেন
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৬
আজ রশিদ খানের জন্মদিন। এই ছবি পোস্ট করে রহমানউল্লাহ গুরবাজ লিখেছেন, ‘শুভ জন্মদিন চ্যাম্পস’
ছবি: টুইটার
৬ / ৬
মেয়ের বয়স এক বছর পূর্তির দিনে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন মারনাস লাবুশেন
ছবি: ইনস্টাগ্রাম