গাজার জন্য খাজার উদ্যোগ আর লন্ডনে হেরমোসো

লন্ডন ঘুরতে গিয়েছিলেন হেনি হেরমোসো, এনবিএর খেলা দেখতে মার্সেলো। আর ফিলিস্তিনিদের সহায়তায় নতুন উদ্যোগ উসমান খাজার। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৭
‘তুমি, আমি আর এক কাপ চা’, পাকিস্তান ফাস্ট বোলার নাসিম শাহর ক্যাপশনের অর্থটা এমন
ইনস্টাগ্রাম
২ / ৭
না বলে দিলে কার ছবি বুঝতে হয়তো বেশ ঝামেলাতেই পড়ে যাবেন। বাচ্চাটির নাম যশপ্রীত বুমরা। এ ছবি পোস্ট করে বাবাকে স্মরণ করেছেন ভারতীয় পেসার। বলেছেন, নিজে বাবা হওয়ার পর বাবাকে হারানোর অর্থটা বুঝেছেন আরও বেশি করে
ইনস্টাগ্রাম
৩ / ৭
লন্ডনে ঘুরতে গিয়েছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার হেনি হেরমোসো
ইনস্টাগ্রাম
৪ / ৭
ব্রুকলিন নেটস ও মায়ামি হিটের খেলা দেখতে গিয়েছিলেন মার্সেলো। জিমি বাটলারের সঙ্গে সেখানেই তোলা সেলফিটা পোস্ট করেছেন তিনি
ইনস্টাগ্রাম
৫ / ৭
মরিনিওকে বিদায় জানিয়েছে রোমা। তাঁকে ধন্যবাদ জানিয়ে পাওলো দিবালা লিখেছেন, ‘আশা করি দ্রুতই দেখা হবে।’
ইনস্টাগ্রাম
৬ / ৭
নিজের দাতব্য প্রতিষ্ঠানের তহবিল সংগ্রহে যুক্তরাজ্যে গেছেন শহীদ আফ্রিদি
ইনস্টাগ্রাম
৭ / ৭
উসমান খাজার জুতার এই লেখা নিয়ে কম আলোচনা হয়নি। আইসিসি শেষ পর্যন্ত সে বার্তা দিতে দেয়নি তাঁকে। এবার সে জুতার ছবি দিয়ে টি–শার্ট বানিয়েছেন খাজা। এসব বিক্রি করে পাওয়া লাভের অর্থ যাবে গাজার শিশুদের জন্য গঠিত ইউনিসেফের তহবিলে
ইনস্টাগ্রাম