কোহলি বোল্ড আর রোনালদো ভক্তের বার্তা

অ্যান্টিগায় টি–টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে মুখোমুখি বাংলাদেশ–ভারত। ইউরো চ্যাম্পিয়নশিপের খেলায় ডর্টমুন্ডে খেলছে পর্তুগাল ও তুরস্ক। ক্রিকেট, ফুটবলের বাইরে সরব ডাইভিংও। দিনের খেলার চমকপ্রদ সব ছবি দেখুন এই আয়োজনে—
১ / ৭
চেক প্রজাতন্ত্রের খেলোয়াড়েরা কি হতাশ? প্রথমবার ইউরো খেলতে আসা জর্জিয়ার সঙ্গে ১–১ ড্রয়ের পর এভাবেই দর্শকদের সামনে হাঁটু গেড়ে বসেন চেক প্রজাতন্ত্রের ফুটবলাররা
এএফপি
২ / ৭
পেপে আর রোনালদো—পর্তুগালের ইউরো দলের সবচেয়ে অভিজ্ঞ দুই খেলোয়াড়। ইউরো চ্যাম্পিয়নশিপে তুরস্কের বিপক্ষে ম্যাচের আগের গা–গরমে
রয়টার্স
৩ / ৭
সার্বিয়ার বেলগ্রেডে চলছে ইউরোপিয়ান অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপ। মেয়েদের ১০ মিটার সিনক্রোনাইজড ডাইভিংয়ে এভাবেই ক্যামেরায় ধরা পড়েন ইউক্রেনের কাসেনিয়া বাইলো ও সোফিয়া লিসকুনকে
রয়টার্স
৪ / ৭
তানজিম হাসানকে সামনে এসে খেলতে চেয়েছিলেন বিরাট কোহলি। লাইন মিস করে বোল্ড ...। থেমেছেন ২৮ বলে ৩৭ রান করে।
এএফপি
৫ / ৭
আগের বলে ছয় মেরেছিলেন, পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট সূর্যকুমার যাদব
এএফপি
৬ / ৭
নেটিভ–আমেরিকান স্টাইলের মাথার বিশেষ সাজ নিয়ে পর্তুগালকে সমর্থন করতে এসেছেন এই দর্শক। আজ ডর্টমুন্ড স্টেডিয়ামে পর্তুগাল–তুরস্ক ম্যাচে
এএফপি
৭ / ৭
গোট (গ্রেটেস্ট অব অল টাইম) এসে গেছেন, হেটার্সরা চুপ থাকো—রোনালদোর হয়ে ভক্তের বার্তা
রয়টার্স