লাগেজ এসে পৌঁছায়নি, তাই পিছিয়ে যাচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

লাগেজ আসেনি, তাই দেরিতে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ–ভারত টি–টোয়েন্টিছবি: এএফপি

বৃষ্টি, ভেজা মাঠ, আলোক স্বল্পতা—কত কারণেই না দেরিতে শুরু হতে পারে ক্রিকেট ম্যাচ। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারতের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি বিলম্বিত হচ্ছে বেশ অদ্ভুত একটা কারণেই! দ্বিতীয় ম্যাচটি হওয়ার কথা সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে। তবে প্রথম ম্যাচের ভেন্যু ত্রিনিদাদের তারুবা থেকে এখনো পৌঁছায়নি দুই দলের লাগেজ!

ফলে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা দেরিতে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি। শুরুতে বাংলাদেশ সময় ৮টা ৩০ মিনিটে খেলা শুরু হওয়ার কথা থাকলেও এ ম্যাচ এখন শুরু হবে রাত ১০টা ৩০ মিনিটে।

পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ত্রিনিদাদে ব্রায়ান লারা স্টেডিয়ামের প্রথম আন্তর্জাতিক ম‍্যাচের উপলক্ষ রাঙাতে পারেনি নিকোলাস পুরানের দল। হেরেছে ৬৮ রানের বড় ব্যবধানে। রোহিত শর্মার ফিফটির পর শেষ দিকে দিনেশ কার্তিকের ১৯ বলে ৪১ রানের দারুণ ইনিংসে বড় সংগ্রহই পেয়েছিল ভারত। পরে রবি বিষ্ণয়, রবিচন্দ্রন অশ্বিন, অর্শদিপ সিংয়ের তোপে পড়ে অসহায় আত্মসমর্পণ করেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা।

ছবিটি প্রতীকি। নানা কারণে খেলা শুরু হতে দেরি হয়, কিন্তু মালপত্র না আসায় খেলা শুরু হতে দেরি আগে কবে দেখেছে ক্রিকেট?
ফাইল ছবি

প্রথম ম্যাচে এমন অসহায় আত্মসমর্পণের পর নিশ্চিতভাবে দ্বিতীয় টি- টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে ভারতও চাইবে জয়ের এমন ধারা অব্যাহত রাখতে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত জয় পেলে ক্যারিবীয়দের বিপক্ষে এই সংস্করণে সেটি হবে ১৫তম জয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ জয়ের পাকিস্তানের রেকর্ডে তখন ভাগ বসাতে পারবে ভারত। পুরান-জেসন হোল্ডারদের বিপক্ষে ২১ ম্যাচে ১৫টি জয় আছে পাকিস্তানের।

সিরিজের পরের ম্যাচটি হওয়ার কথা আগামীকাল, একই সময়ে একই মাঠে। শেষ দুটি ম্যাচ হবে ফ্লোরিডায়। এর আগে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের কাছে ধবলধোলাই হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।