default-image

প্রথম ম্যাচে এমন অসহায় আত্মসমর্পণের পর নিশ্চিতভাবে দ্বিতীয় টি- টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে ভারতও চাইবে জয়ের এমন ধারা অব্যাহত রাখতে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারত জয় পেলে ক্যারিবীয়দের বিপক্ষে এই সংস্করণে সেটি হবে ১৫তম জয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বোচ্চ জয়ের পাকিস্তানের রেকর্ডে তখন ভাগ বসাতে পারবে ভারত। পুরান-জেসন হোল্ডারদের বিপক্ষে ২১ ম্যাচে ১৫টি জয় আছে পাকিস্তানের।

সিরিজের পরের ম্যাচটি হওয়ার কথা আগামীকাল, একই সময়ে একই মাঠে। শেষ দুটি ম্যাচ হবে ফ্লোরিডায়। এর আগে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতের কাছে ধবলধোলাই হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

খেলা থেকে আরও পড়ুন
মন্তব্য করুন