টি–টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ নিউজিল্যান্ডকে হারিয়েছে পাকিস্তান। পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার আব্দুল কাদির গতকাল জায়গা পেয়েছেন আইসিসির হল অব ফেমে। সেই স্বীকৃতি হাতে আবেগাপ্লুত পোস্ট দিয়েছেন ছেলে উসমান কাদির। ওদিকে বিশ্বকাপ খেলতে উন্মুখ পাওলো দিবালা মাঠে ফিরতে কঠোর পরিশ্রম চালিয়ে যাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৭
আইসিসির হল অব ফেমে জায়গা পেয়েছেন পাকিস্তানের কিংবদন্তি লেগ স্পিনার আবদুল কাদির। ২০১৯ সালে মৃত্যুবরণ করা এই ক্রিকেটারের পক্ষে হল অব ফেমের স্বীকৃতি হাতে নিয়েছেন তাঁর ছেলে উসমান কাদির। বাবার মতো উসমানও লেগ স্পিনার। ছবিটি পোস্ট করে বাবার পথে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়ে লিখেছেন, ‘তোমার পদচিহ্ন অনুসরণের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আমি, কখনোই হাল ছাড়ব না। তোমার স্বপ্ন পূরণে আরও পরিশ্রম করব।’
ইনস্টাগ্রাম
২ / ৭
‘একটি নতুন বাড়ি মানে স্মৃতি তৈরির জায়গা, নতুন বাড়ি মানে স্বপ্ন সত্য হওয়া’, এমনই অনুভূতি এখন গ্রিক টেনিস তারকা স্টেফানো সিৎসিপাসের।
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৭
এই ছবি কিন্তু মোহাম্মদ আমির টুইট করেননি, করেছেন তাঁর সতীর্থ ওয়াহাব রিয়াজ। লিখেছেন, ‘সবাই বলছে আজ পাকিস্তান জেতার পর আমির সার্ফ (একপ্রকারের খাবার) খাচ্ছে। তাদের জন্য বলছি সে খুবই ভালো আছে। আমি বলেছি সে আসলে চকলেট খাচ্ছিল।’
ছবি: টুইটার
৪ / ৭
বার্সার হয়ে মঙ্গলবার শেষ ম্যাচটি খেলে ফেলেছেন পিকে। তবে স্কোয়াডে থাকলেও খেলতে পেরেছেন আসলে কই? লেভানডভস্কির বিপক্ষে রেফারির লাল কার্ডের প্রতিবাদ করতে গিয়ে নিজেও লাল কার্ড দেখেছেন। ম্যাচ শেষে লেভার ইনস্টাগ্রামে পাওয়া গেল এই ছবি। ক্যাপশনে লেখা, ‘মাঠে দারুণ কাজ করেছ।’ ক্যারিয়ারজুড়ে ভালো খেলা নাকি কথা বললেন লেভাই ভালো জানেন।
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৭
গোলরক্ষকের গ্লাভস তুলে রেখেছেন। হাতে তুলে নিয়েছেন গলফ ক্লাব। তবে একজন ফুটবলারের গলফার হওয়ার চেষ্টা যে স্রেফ আনন্দ নেওয়ারই প্রচেষ্টা, সেটিই যেন বোঝাতে চাইলেন ইকার ক্যাসিয়াস।
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৭
বলিউড অভিনেতা রণবীর সিং গেছেন দক্ষিণ আফ্রিকায়। দেখা হয়েছে এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে। বলিউড নায়কের সঙ্গটা যে বেশ দারুণ কেটেছে, এই ছবি পোস্ট করে সেটিই জানিয়েছেন ক্রিকেটের মিস্টার ৩৬০ ডিগ্রি। ক্যাপশনে লিখেছেন, ‘এ মানুষটি খুব বিশেষ একজন, তাকে আরও ভালো করে জানার জন্য এটি ছিল পরম আনন্দের সাক্ষাৎ।’
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৭
এক মাস ধরে মাঠের বাইরে পাওলো দিবালা। তবে দ্রুত মাঠে ফিরে বিশ্বকাপ খেলতে মুখিয়ে আছেন এই আর্জেন্টাইন। রোমার হয়ে আগামীকাল দলগত অনুশীলন শুরু করবেন, খেলতে চান রোববারের লিগ ম্যাচও। নিজেকে বিশ্বকাপের জন্য প্রস্তুত প্রমাণে মরিয়া দিবালা এ ছবিটির ক্যাপশন দিয়েছেন ‘ফোকাস’
ছবি: ইনস্টাগ্রাম