এক ফ্রেমে ক্যারিবিয়ান ক্রিকেটের তিন কিংবদন্তি। (বাঁ থেকে) স্যার গারফিল্ড সোবার্স, ওয়েস হল ও ব্রায়ান লারা। সোবার্সকে তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা অলরাউন্ডার বলা হয়। ষাটের দশকে ব্যাটসম্যানদের মধ্যে ত্রাস ছড়িয়েছেন কিংবদন্তি ফাস্ট বোলার ওয়েস হল। ৪৮ টেস্টে নিয়েছেন ১৯২ উইকেট। শেষেরজনকে নিশ্চয়ই বেশির ভাগ চেনেন—টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলা ব্রায়ান লারা। ছবিটি লারা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করে লিখেছেন, ‘এই বছরে আমার সেরা ছবি। অন্যরাসহ এই দুজনকেও ধন্যবাদ। আমাদের এমন এক ক্রিকেট ঐতিহ্য আছে, যেটার জন্য চিরকাল গর্ব করতে পারিছবি: ইনস্টাগ্রাম