লারার বছরের সেরা ছবি, মেসি–রোনালদোর শুভেচ্ছা

২০২৪ সালের প্রথম দিন আজ। নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন ক্রীড়াজগতের তারকারা। টি-টোয়েন্টি সিরিজ শেষে নিউজিল্যান্ডে একটু ঘুরতে বের হয়েছিলেন বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটার। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের পোস্ট করা নির্বাচিত ছবি—
১ / ৮
ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজ শেষে দেশে ফেরার আগে নিউজিল্যান্ডে একটু ঘুরতে বের হয়েছিলেন বাংলাদেশ দলের কয়েকজন ক্রিকেটার। তাঁদের সঙ্গে ছিলেন জাতীয় দলের ম্যানেজার নাফিস ইকবাল খান। তাঁর পেছনে তানজিম হাসান, তাওহিদ রিয়াদ এবং একটু দূরে মেহেদী হাসান মিরাজ। নিউজিল্যান্ডের কোথায় ঘুরতে বের হয়েছিলেন, সেটি অবশ্য নাফিস ইকবাল ক্যাপশনে কিছু জানাননি। ছবিটি তাঁর অ্যাকাউন্ট থেকে পোস্ট করা
ছবি: ইনস্টাগ্রাম
২ / ৮
পরিবার নিয়ে ছবিটি তুলে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করেছেন আর্জেন্টিনার উইঙ্গার আনহেল দি মারিয়া। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘২০২৪ যেন সবার সুস্বাস্থ্য এবং ভালোবাসা বয়ে আনে।’
ছবি: ইনস্টাগ্রাম
৩ / ৮
স্ত্রী ও সন্তানের সঙ্গে তোলা ছবিটি পোস্ট করে শ্রীলঙ্কার ক্রিকেটার কুশল মেন্ডিস লিখেছেন, ‘হ্যাপি নিউ ইয়ার।’
ছবি: ইনস্টাগ্রাম
৪ / ৮
বাংলাদেশের স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান নিউজিল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজ শেষে ঘোরার এক ফাঁকি ছবিটি তুলে পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবিটি কোথায় তোলা, সেটি অবশ্য তিনি জানাননি
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৮
এক ফ্রেমে ক্যারিবিয়ান ক্রিকেটের তিন কিংবদন্তি। (বাঁ থেকে) স্যার গারফিল্ড সোবার্স, ওয়েস হল ও ব্রায়ান লারা। সোবার্সকে তর্ক সাপেক্ষে সর্বকালের সেরা অলরাউন্ডার বলা হয়। ষাটের দশকে ব্যাটসম্যানদের মধ্যে ত্রাস ছড়িয়েছেন কিংবদন্তি ফাস্ট বোলার ওয়েস হল। ৪৮ টেস্টে নিয়েছেন ১৯২ উইকেট। শেষেরজনকে নিশ্চয়ই বেশির ভাগ চেনেন—টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলা ব্রায়ান লারা। ছবিটি লারা নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করে লিখেছেন, ‘এই বছরে আমার সেরা ছবি। অন্যরাসহ এই দুজনকেও ধন্যবাদ। আমাদের এমন এক ক্রিকেট ঐতিহ্য আছে, যেটার জন্য চিরকাল গর্ব করতে পারি
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৮
পরিবারের সঙ্গে লুইস সুয়ারেজ। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে ইন্টার মায়ামির এই উরুগুয়ে তারকা লিখেছেন, ‘সবাইকে ২০২৪ সালের শুভেচ্ছা।’
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৮
সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজের সঙ্গে আল নাসরের পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো। ছবিটি জর্জিনা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘নতুন বছরের জাদু আপনার প্রাত্যহিক জীবনে ভালোবাসা, আনন্দ ও সুস্বাস্থ্য বয়ে আনুক। সবাইকে ২০২৪ সালের শুভেচ্ছা।’
ছবি: ইনস্টাগ্রাম
৮ / ৮
পরিবারসহ ছবিটি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ ২০২৪।’
ছবি: ইনস্টাগ্রাম