চার সপ্তাহ মাঠের বাইরে নুরুল

চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে নুরুল হাসানকেছবি: প্রথম আলো

চোট পাওয়া বাঁ হাতের তর্জনিতে অস্ত্রোপচার লেগেছে নুরুল হাসানের। আজ সিঙ্গাপুরের র‍্যাফেলস হাসপাতালে তাঁর আঙুলের অস্ত্রোপচার হয়েছে। বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটসম্যান নুরুলের সেরে উঠতে প্রায় চার সপ্তাহ সময় লাগবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিসিবি।

নুরুলের সঙ্গে সিঙ্গাপুরে থাকা বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘র‍্যাফেলস হাসপাতালে আজ বিকেলে সোহানের (নুরুলের) বাঁ হাতের তর্জনিতে ক্লোজড রিডাকশন অ্যান্ড পিনিং প্রসিডিউর করেছেন ডাক্তার অ্যান্থনি ফু। সেরে ওঠার আনুমানিক সময় তিন থেকে চার সপ্তাহ।’ এর আগে আজ বিকেলে নিজের ফেসবুক পেজ থেকে নুরুল লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। আমার আঙুলে অস্ত্রোপচার লাগবে। সবার কাছে দোয়া চাই।’

আরও পড়ুন

অস্ত্রোপচার শেষে আগামীকালই দেশে ফিরবেন নুরুল। ২৭ আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাওয়া এশিয়া কাপ থেকে তাঁর ছিটকে যাওয়া একরকম নিশ্চিতই হয়ে গেছে। টুর্নামেন্টের জন্য প্রাথমিকভাবে আজকের মধ্যে দল ঘোষণা করার কথা ছিল। তবে নুরুলসহ একাধিক ক্রিকেটারের চোটের কারণে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কাছে বাড়তি সময় চেয়ে নিয়েছে বিসিবি। আগামী বৃহস্পতিবার নাগাদ ঘোষণা করার কথা আছে দল। সেদিনই টি–টোয়েন্টি দলের অধিনায়কের নাম ঘোষণা হবে বলে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সাংবাদিকদের জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা প্রধান জালাল ইউনুস।

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে চোট পান প্রথম দুই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া নুরুল। এরপরই ফিরে আসেন দেশে। অস্ত্রোপচার লাগবে কি না, সেটি এর আগে নিশ্চিত না হলেও জানা গিয়েছিল, হাড়ের চিড় জোড়া লাগতেই তিন সপ্তাহের মতো সময় লাগবে তাঁর। ফলে এশিয়া কাপে নুরুলের খেলা শঙ্কার মুখে ছিল আগে থেকেই।

আরও পড়ুন

জিম্বাবুয়ে থেকে দেশে ফেরার পর নুরুলের চিকিৎসার ব্যাপারে নেওয়া হয় ইংল্যান্ডের চিকিৎসকের পরামর্শও। ঢাকা থেকে পাঠানো স্ক্যান রিপোর্ট দেখে সেখানকার চিকিৎসকও অস্ত্রোপচারেরই পরামর্শ দিয়েছিলেন। সিঙ্গাপুরে দ্বিতীয় আরেকটি মত নেওয়ার পর সিদ্ধান্ত হয় অস্ত্রোপচারের।

এদিকে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির দুজন চিকিৎসকের সামনে ৪ ওভার বোলিং করেছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। সেখানে থাকা চিকিৎসক মনজুর হোসেন প্রথম আলোকে জানিয়েছেন, প্রায় ৮০-৮৫ শতাংশ শক্তি খরচ করে বোলিং করেছেন সাইফউদ্দিন। আর সাইফউদ্দিন জানিয়েছেন, সব ঠিকঠাক থাকলে খুলনায় বাংলা টাইগার্স ও হাই পারফরম্যান্স দলের ম্যাচ খেলতে যাবেন তিনি।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে থাকলেও শেষ পর্যন্ত ম্যাচ খেলার মতো ফিট হয়ে উঠতে পারেননি বলে যাননি গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকেই জাতীয় দলের বাইরে থাকা এ পেস বোলিং অলরাউন্ডার।

আরও পড়ুন