গলফ খেলতে গিয়ে ওয়ার্নের কথা মনে পড়ছে বোথামের

এবার শেন ওয়ার্নকে ছাড়াই গলফের এই টুর্নামেন্ট খেলছেন ইয়ান বোথাম। প্যারিসে থেমেছেন এমা রাদুকানু। সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া তারকাদের নির্বাচিত ছবি—
১ / ৯
‘সম্মান আর বিশ্বাসের মাঝের সীমারেখাটা খুবই সূক্ষ্ণ’, বলছেন ভানুকা রাজাপক্ষে। ক্যান্ডির এক মন্দিরে অধিনায়ক দাসুন শানাকা ও লেগ স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে গিয়েছিলেন শ্রীলঙ্কা ক্রিকেটার।
ইনস্টাগ্রাম
২ / ৯
কেরালায় বন্ধুদের সঙ্গে মধ্যাহ্নভোজের সুযোগটা ছাড়েননি রবি শাস্ত্রী।
ইনস্টাগ্রাম
৩ / ৯
একটি গলফ টুর্নামেন্টে খেলতে গেছেন ইয়ান বোথাম। তবে এবার তাঁকে খেলতে হচ্ছে শেন ওয়ার্নকে ছাড়াই। বন্ধুর কথা মনে পড়ছে বোথামের। তবে ‘আর সব খেলার মতো গলফ কোর্স থেকেও জিতেই বিদায় বলেছিলেন ওয়ার্ন’ বলে আক্ষেপ নেই বোথামের।
ইনস্টাগ্রাম
৪ / ৯
নতুন এক কোর্সের ছাত্রছাত্রী এসেছেন রাফায়েল নাদালের একাডেমিতে। তাঁদেরই একজনের সঙ্গে টেনিস কিংবদন্তি।
ইনস্টাগ্রাম
৫ / ৯
এরই মধ্যে গ্রীষ্মের কথা মনে পড়ছে আনা ইভানোভিচের।
ইনস্টাগ্রাম
৬ / ৯
সিউল থেকে খেলে ফেরার পথে প্যারিসে ‘পিট স্টপ’ এমা রাদুকানুর।
ইনস্টাগ্রাম
৭ / ৯
মেঘ নিজের রূপ দেখালে তার সঙ্গে ছবি তুলতে হয়, চেতেশ্বর পূজারা মনে করেন এমন।
ইনস্টাগ্রাম
৮ / ৯
মুম্বাই আর গোলাপির ‘মিশ্রণে’ নিজের সেরাটা বের হয়ে আসে সানিয়া মির্জার।
ইনস্টাগ্রাম
৯ / ৯
বিশ্বকাপ বাছাইপর্ব থেকে ফিরে আসতে হয়েছিল চোটের কারণে। এশিয়া কাপের দলে অবশ্য ঠিকই আছেন জাহানারা আলম। সিলেট যাওয়ার আগে দোয়া চেয়েছেন জাতীয় দলের পেসার।
ইনস্টাগ্রাম