জাকির নায়েকের সঙ্গে হাফিজের কী কথা

নাতির জন্মদিন পালন জিকোর, ইয়ান বিশপের পাকিস্তান–স্মৃতিচারণা। ইভান রাকিতিচের রোমান্টিক ছবি, ভাবরিঙ্কার শারীরিক কসরত। মঈন আলীর পডকাস্টে উপস্থিতি আর জাকির নায়েকের সঙ্গে মোহাম্মদ হাফিজ। খেলার দুনিয়ার তারকাদের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা নানা মুহূর্তের ছবি নিয়ে এই আয়োজন—
১ / ৮
‘বেয়ার্ড বিফোর উইকেট’ নামের একটি পডকাস্টে অংশ নিয়েছেন মঈন আলী, সঙ্গে ইংল্যান্ড–সতীর্থ আদিল রশিদ। এই ছবিতে পডকাস্ট শুটিংয়ের কথাই জানিয়েছেন মঈন
ইনস্টাগ্রাম
২ / ৮
চ্যাম্পিয়নস ট্রফির ধারাভাষ্য দিতে গত কিছুদিন পাকিস্তানে ছিলেন ইয়ান বিশপ। ফাইনালের আগে দুবাইয়ে ফিরে পাকিস্তানে কাটানো বিভিন্ন মুহূর্তের ছবি পোস্ট করেছেন এই সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার
ইনস্টাগ্রাম
৩ / ৮
পার্কিং স্পটকে ‘প্লে গ্রাউন্ড’ বানিয়ে নিয়েছেন বার্সেলোনার পেদ্রি
ইনস্টাগ্রাম
৪ / ৮
ইভান রাকিতিচ দম্পতির ছবিটি বেশ রোমান্টিক, তাই না! সাবেক বার্সা ফুটবলার ছবিটি তুলেছেন নিজের দেশ ক্রোয়েশিয়ার স্প্লিটে
ইনস্টাগ্রাম
৫ / ৮
যখন লাফানোর দরকার, লাফাও—এমনটাই লিখেছেন সুইস টেনিস তারকা স্তানিস্লাস ভাবরিঙ্কা
ইনস্টাগ্রাম
৬ / ৮
নাতির জন্মদিনে এই ছবি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি জিকো
ইনস্টাগ্রাম
৭ / ৮
দিনটি শোয়েব মালিকের জন্মদিন নয়, সানা জাবেদেরও নয়। এমনকি দুজনের বিয়েবার্ষিকীও নয়। এই ছবিটি পোস্ট করে মালিকের স্ত্রী স্বামীর প্রতি ভালোবাসা জানিয়ে গেছেন শুধু। কী উপলক্ষ, সেটা জানাননি
ইনস্টাগ্রাম
৮ / ৮
ডক্টর জাকির নায়েকের সঙ্গে মোহাম্মদ হাফিজ। ছবিটি কবে কোথায় তোলা, তা অবশ্য জানাননি পাকিস্তানের সাবেক অধিনায়ক। বলেননি, কী কথা হয়েছে তা–ও। শুধু লিখেছেন, ‘ডক্টর জাকির নায়েকের সঙ্গে দেখা হয়ে ভালো লাগল।’
ইনস্টাগ্রাম