মাশরাফি-সাকিবকে মিস করছে সিলেট

সাকিব–মাশরাফিকে ছাড়াই এবার হচ্ছে বিপিএল। মাঠে না থাকলেও গ্যালারিতে যেন ঠিকই আছেন এই দুজন। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বরের সাজে ভক্তদেরও দেখা গেছে।
১ / ৮
গায়ে শেরওয়ানি, মাথায় পাগড়ি, গলায় ফুলের সঙ্গে সিলেট স্ট্রাইকার্সের রিবন—সিলেটের গ্যালারিতে আজ বরের সাজে দেখা গেল এই দর্শককে।
শামসুল হক
২ / ৮
সিলেটে সাকিব আল হাসানকে মিস করছেন এই ভক্ত। সে কারণেই প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে জানতে চাইছেন—কবে ফিরবেন সাকিব?
শামসুল হক
৩ / ৮
কী নিয়ে হাসছেন লিটন দাস ও মোস্তাফিজুর রহমান, তা তাঁরাই ভালো বলতে পারবেন। বিপিএলে দুজনই খেলছেন ঢাকা ক্যাপিটালসে। আজ স্বাগতিক সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নামার আগে অনুশীলনের ছবি।
শামসুল হক
৪ / ৮
সিলেটের গ্যালারিতে এক ফ্রেমে কয়েকজন বর।
শামসুল হক
৫ / ৮
তানজিদ হাসানকে ফেরানোর পর রনি তালুকদারের সঙ্গে উদ্‌যাপন রাকিম কর্নওয়ালের।
শামসুল হক
৬ / ৮
সংযুক্ত আরব আমিরাতে আগামীকাল শুরু হচ্ছে আইএলটি২০। তার আগে আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে দলগুলোর অধিনায়কদের নিয়ে হয়ে গেল অন্য রকম ফটোসেশন। মূলত মাঠকর্মীদের কঠোর পরিশ্রমকে সম্মান জানাতে এই বিশেষ আয়োজন।
ছবি: এক্স
৭ / ৮
এসএ২০–তে ধারাভাষ্যকারের ভূমিকায় এবি ডি ভিলিয়ার্স (ডানে) ও কেভিন পিটারসেন।
ইনস্টাগ্রাম
৮ / ৮
মাশরাফি বিন মুর্তজার এবারের বিপিএলে খেলার কথা ছিল সিলেট স্টাইকার্সে। রাজনৈতিক পটপরিবর্তনের কারণে বিপিএলে খেলতে পারছেন না দলটির সাবেক অধিনায়ক। তবে সিলেটের দর্শকেরা তাঁকে ভোলেননি।
শামসুল হক