শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বৃষ্টি নিয়ে ভাবছেন না উইলিয়ামসন

অনুশীলনে নিউজিল্যান্ড অধিনায়ক কেইন উইলিয়ামসনএএফপি

বেঙ্গালুরুতে প্রায় বাঁচা-মরার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর দল ক্রিকেটেই নজর দেবে, এমন বলেছেন কেইন উইলিয়ামসন। নিউজিল্যান্ড অধিনায়ককে এমন বলতে হচ্ছে মূলত বৃষ্টির কারণে তাঁদের বিশ্বকাপ-স্বপ্ন আরেকটি বড় ধাক্কা খেতে পারে আগামীকাল।

বেঙ্গালুরুতে ৪ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ৪০১ রান করেও বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডিএলএস পদ্ধতিতে হেরেছিল নিউজিল্যান্ড। রান তাড়ায় বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়ার আগে ২৫.৩ ওভারে ১ উইকেটে ২০০ রান তোলে পাকিস্তান। সেটি নিয়ে টানা চারটি ম্যাচ হারে কিউইরা, যারা জিতেছিল প্রথম চারটি ম্যাচ।

গত দুই আসরের রানার্সআপ নিউজিল্যান্ড এখন পয়েন্ট তালিকার ৪ নম্বরে আছে। সেমিফাইনালে জায়গা পেতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে জয় দারুণ গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের জন্য। শেষ পর্যন্ত ম্যাচ পরিত্যক্ত হলে পাকিস্তান বা আফগানিস্তানের সম্ভাবনা বেড়ে যাবে আরও। সে ক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে জয় পেলেই নিউজিল্যান্ডকে টপকে সেমিফাইনালে চলে যাওয়ার সুযোগ থাকবে পাকিস্তান বা আফগানিস্তানের।

কোচ গ্যারি স্টিডের সঙ্গে বেঙ্গালুরুর উইকেট দেখছেন উইলিয়ামসন
এএফপি

তবে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উইলিয়ামসন বলেছেন, ‘অনেক ব্যাপারই আমরা নিয়ন্ত্রণ করতে পারব না, আবহাওয়া অমনই একটা। আপনি বলেছেন কিছুটা থাকতে পারে, অবচেতন মনে কাজ করতে পারে। কিন্তু দিন শেষে আমাদের নজর ক্রিকেটেই থাকবে, সব নজর ও শক্তি সেখানেই দিতে চাই।’

এখন আফগানিস্তান, পাকিস্তান ও নিউজিল্যান্ড—তিন দলেরই সমান ৮ পয়েন্ট। ভারত, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া এরই মধ্যে সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে। ফলে চতুর্থ স্থানের লড়াইটা মূলত তিন দলের মধ্যে (খাতা-কলমে সম্ভাবনা আছে নেদারল্যান্ডসেরও)।

আরও পড়ুন

পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচ দিয়েই ফিরেছেন কেইন উইলিয়ামসন, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে রান নিতে গিয়ে বলের আঘাতে যাঁর আঙুল ভেঙে গিয়েছিল। সর্বশেষ ম্যাচে ৯৫ রানের ইনিংস খেলেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্রর সঙ্গে গড়েন ১৮০ রানের জুটি।

এদিকে চোট কাটিয়ে ফিরতে প্রস্তুত ফাস্ট বোলার লকি ফার্গুসনও। তাঁকে এ ম্যাচে খেলানো হবে কি না, সেটি নিশ্চিত না করলেও উইলিয়ামসন বলেছেন, ফার্গুসনের উপস্থিতিতে বোলিং আক্রমণের ভারসাম্য দারুণ হয় তাঁদের। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ে বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গেছেন ম্যাট হেনরি।