অন্যকলাম
সেই লিপ্পি২০১০ বিশ্বকাপের পর ইতালির দায়িত্ব ছাড়ার সময় প্রতিজ্ঞা করেছিলেন, আর ইতালিতে কোচিং করাবেন না। এখন পর্যন্ত প্রতিশ্রুতি রক্ষা করেছেন মার্সেলো লিপ্পি। তবে বছর দুই বেকার ঘুরে ইতালির বিশ্বকাপজয়ী কোচ এমন এক দলের দায়িত্ব নিয়েছেন, যে নামটা তাঁর নামের পাশে বেমানান। তিনি কিনা দায়িত্ব নিয়েছেন চীনের ক্লাব গুয়াংজু এভারগ্র্যান্ডের! এটা অবশ্য দিন কয়েকের পুরোনো খবর। নতুন খবর হলো, গুয়াংজুতে লিপ্পির শুরুটা হলো জয় দিয়েই। কিংদাও জংনেংকে ১-০ গোলে হারিয়ে চীনের সুপার লিগের শীর্ষে পাঁচ পয়েন্টে এগিয়ে গেছে গুয়াংজু। ওয়েবসাইট।রয়েসয়েতাঁর নেতৃত্বগুণ সব সময়ই প্রশংসিত হয়ে এসেছে। বিদেশের মাটিতে ‘বিড়াল’ হয়ে থাকা ভারতীয় দলকে তিনিই ‘বাঘ’ বানিয়েছেন। হার না মানা লড়াকু ভাবমূর্তিও আছে। কিন্তু আইপিএলের পাশার দানে বারবার ঠোক্কর খেয়েছেন সৌরভ গাঙ্গুলী। কেকেআরের অবজ্ঞার জবাব পুনে ওয়ারিয়র্সের হয়ে দিতে চেয়েছিলেন। পুনে শুরুটা ভালোও করেছিল। কিন্তু শেষ পর্যন্ত নয় দলের মধ্যে নবম হয়ে শেষ করেছে তাঁর দল। শেষ থেকে ফার্স্ট! আগামী আইপিএল থেকে হয়তো মাঠে আর দেখা যাবে না দাদাকে। তবে বিদায় বেলায় দাদা বলছেন, এখনই ব্যর্থতার ময়নাতদন্তের জন্য ঝাঁপিয়ে পড়ার কিছু নেই। রয়েসয়ে করলেই হবে। ওয়েবসাইট।চেলসিকে বোয়াসগত শনিবার যখন টেরি-ল্যাম্পার্ডদের চ্যাম্পিয়নস লিগের ট্রফিটা নিতে দেখলেন, কেমন লেগেছে তাঁর? খুব খুশি হয়েছেন? নাকি বুকের কোণে চিনচিনে অনুভূতি হয়েছে! এমনও তো মনে হতে পারে, ‘আহা, আজকের ছবির এই ফ্রেমটায় আমিও থাকতে পারতাম।’ তা থাকলে আন্দ্রে ভিলাস-বোয়াস ইতিহাসই গড়তেন। ইউরোপা লিগের পর জিততে পারতেন চ্যাম্পিয়নস লিগ। টানা দুই বছরে ইউরোপের ক্লাব ফুটবলের দুই সেরা ট্রফি! আক্ষেপ হওয়াই স্বাভাবিক। তবে মনের ভেতর কী আছে কে জানে। আপাতত দুঃখ চাপা দিয়ে তাঁরই সহকারী হিসেবে কাজ করা রবার্তো ডি মাত্তেওকে অভিনন্দন জানালেন জয়ের জন্য। ওয়েবসাইট।