অভিষেক হচ্ছে একজনের, তবে ইতিহাস গড়া হচ্ছে না ওভারটন যমজের

আপাতত ইতিহাস গড়া হচ্ছে না ক্রেইগ (বাঁয়ে) ও জেমি ওভারটনেররয়টার্স

প্রথমবারের মতো ইংল্যান্ডের হয়ে একসঙ্গে টেস্ট খেলবেন—যমজ ভাই ক্রেইগ ওভারটন ও জেমি ওভারটনের সামনে হাতছানি ছিল এমন। হেডিংলিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে দুজনই জায়গা পাওয়ার পর তৈরি হয়েছিল সে সম্ভাবনা।

আপাতত অবশ্য ইতিহাস গড়া হচ্ছে না তাঁদের। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে অভিষেক হচ্ছে জেমি ওভারটনের। তবে জায়গা হচ্ছে না ক্রেইগ ওভারটনের। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস আজ নিশ্চিত করেছেন এটি।

ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত যমজ হিসেবে টেস্ট খেলেছেন শুধু দুই বোন জেন ও জিল পাওয়েল। ১৯৭৯ সালে জিল খেলেছিলেন একটি টেস্ট। এরপর ১৯৮৪ থেকে ১৯৮৭ সালের মধ্যে ছয়টি টেস্ট খেলেন জেন।

একসঙ্গে দুজনের খেলা না হলেও অবশ্য জেমি ওভারটনের অভিষেকে একটা নতুন ঘটনাই দেখছে ইংল্যান্ড। প্রথমবারের মতো ছেলেদের টেস্টে ইংল্যান্ডের জার্সিতে যমজ ভাইদের দুজনেরই খেলার রেকর্ড হতে যাচ্ছে। ক্রেইগের টেস্ট অভিষেক হয়ে গেছে ২০১৭ সালেই। এখন পর্যন্ত খেলেছেন ৮টি ম্যাচ, যার সর্বশেষটি এ বছরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

অভিষেক হচ্ছে জেমি ওভারটনের (ডানে)
রয়টার্স

অন্যদিকে জেমি এখনো আন্তর্জাতিক ক্রিকেটই খেলেননি। কাউন্টি চ্যাম্পিয়নশিপের এ মৌসুমে সারের হয়ে দারুণ ফর্মে আছেন, নিয়মিত ঘণ্টায় ৯০ মাইল গতিতে বোলিংও করছেন। তাঁর বাউন্সারে কনকাশন হয়েছিল ভাই ক্রেইগ ওভারটনেরও। এ মৌসুমে এখন পর্যন্ত ২১ গড়ে ২১টি উইকেট নিয়েছেন জেমি ওভারটন।

জেমি ওভারটনের অভিষেক হচ্ছে জেমস অ্যান্ডারসনের জায়গায়। অ্যাঙ্কেলে চোট আছে টেস্ট ইতিহাসের সফলতম পেসারের। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে ১৮.৬৩ গড়ে ১১ উইকেট নিয়েছেন তিনি, এ সিরিজ দিয়েই ফিরেছিলেন দলে। তবে সামনে ভারতের বিপক্ষে টেস্টের কারণে তাঁকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ইংল্যান্ড। গত বছর করোনা আশঙ্কায় সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট না খেলেই দেশে ফিরে গিয়েছিল ভারত, যে সিরিজ ড্র করতে গেলে এজবাস্টনের টেস্টটি জিততেই হবে ইংল্যান্ডকে।

আরেক অভিজ্ঞ পেসার স্টুয়ার্ট ব্রড অবশ্য নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ঠিকই খেলবেন। আপাতত নির্দিষ্ট ম্যাচের জন্য ‘সেরা’ একাদশ বেছে নেওয়ার নীতিতেই এগোচ্ছে ইংল্যান্ড, আগে যারা ‘রেস্ট অ্যান্ড রোটেশন’ বা ঘুরিয়ে–ফিরিয়ে খেলানোর প্রক্রিয়া অনুসরণ করত।

অনুশীলনে ফিরেছেন বেন স্টোকস
রয়টার্স

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের খেলা নিয়েও শঙ্কা ছিল। করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ এলেও অসুস্থতার কারণে দুই দিন অনুশীলনে ছিলেন না তিনি। তবে আজ স্থানীয় সময় সকালে দলের সঙ্গে যোগ দিয়েছেন স্টোকস।

লর্ডসের পর ট্রেন্ট ব্রিজেও জিতে এরই মধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে ইংল্যান্ড।

তৃতীয় টেস্টের ইংল্যান্ড একাদশ
অ্যালেক্স লিস, জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটকিপার), জেমি ওভারটন, স্টুয়ার্ট ব্রড, ম্যাট পটস, জ্যাক লিচ।