আবারও লরিয়াস বর্ষসেরা বোল্ট

সর্বকালের দ্রুততম মানবের স্বীকৃতি পেয়েছেন আগেই। বেইজিংয়ের মতো লন্ডন অলিম্পিকেও আলো ছড়িয়ে জিতে নিয়েছেন ১০০, ২০০ মিটার সিপ্রন্ট ও ৪০০ মিটার রিলের সোনা। এমন দুর্দান্ত কীর্তির জন্য ২০১২ সালের লরিয়াস বর্ষসেরা পুরুষ ক্রীড়াবিদ উসাইন বোল্টই। গতিমানবের কাছে এটা নতুন কোনো প্রাপ্তি নয়। ২০০৯ ও ২০১০ সালেও দুবার পুরস্কারটি জিতেছিলেন। গত পরশু রিও ডি জেনিরোর অনুষ্ঠানে থাকতে পারেননি বোল্ট। তবে একটা বার্তা পাঠিয়েছেন। ২০১৬ ব্রাজিল অলিম্পিকেও মুকুট ধরে রাখার প্রতিজ্ঞার কথাই জানিয়েছেন ওই বার্তায়, ‘অবশ্যই রিওতে আমি থাকব।’এই অনুষ্ঠানেই ‘এক্সেপশনাল অ্যাচিভমেন্ট’ পুরস্কার উঠেছে সর্বকালের অন্যতম সেরা অলিম্পিয়ান মাইকেল ফেল্পসের হাতে। অলিম্পিকে সোনার পর ইউএস ওপেন জেতা অ্যান্ডি জিতেছেন ‘ব্রেকথ্রো অ্যাওয়ার্ড’। এথেন্সে সোনা জেতার আট বছর পর লন্ডনে ৪০০ মিটার হার্ডলসে সোনা পাওয়া ফেলিক্স সানচেজ পেয়েছেন সেরা ‘কামব্যাক অ্যাথলেটের’ পুরস্কার। রয়টার্স। ৪৬ সদস্যের বিচারকমণ্ডলীর রায়ে ২০১২ সেরা মহিলা অ্যাথলেট জেসিকা এনিস। লন্ডনে হেপ্টাথলনের সোনা জেতেন ব্রিটিশ অ্যাথলেট। দলগত পুরস্কার পেয়েছে রাইডার কাপে যুক্তরাষ্ট্রকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়া ইউরোপের গলফ দল।