আরেকটি ব্যালন ডি’অর আসছে মেসির ঘরে, ডিপাইয়ের আশা

ক্যারিয়ারে এ পর্যন্ত ছয়টি ব্যালন ডি’অর জিতেছেন লিওনেল মেসিছবি: এএফপি

বিনা ট্রান্সফার ফিতে বার্সেলোনা দলে ভিড়িয়েছে ২৭ বছর বয়সী ডাচ স্ট্রাইকার মেম্ফিস ডিপাইকে। ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁর সঙ্গে গত মাসের শেষেই চুক্তির মেয়াদ শেষ হয় এই ডাচ ফরোয়ার্ডের। নতুন চুক্তি না করায় ফ্রি এজেন্ট হয়ে গেছেন তিনি। এ কারণে কোনো ট্রান্সফার ফি ছাড়াই তাঁকে দলে নিতে পেরেছে বার্সা।

গতকাল আনুষ্ঠানিকভাবে বার্সেলোনা খেলোয়াড় হিসেবে ক্যাম্প ন্যুতে আত্মপ্রকাশ করেন ডিপাই। এসেই তিনি লিওনেল মেসিকে নিয়ে বন্দনায় মেতেছেন।

কাল বার্সেলোনার খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে ডিপাইকে।
ছবি : টুইটার

ডিপাইয়ের মতে, বিশ্বে মেসির চেয়ে ভালো খেলোয়াড় আর কেউ নেই। সব পাওয়া মেসির ক্যারিয়ারে একটাই আক্ষেপ ছিল, জাতীয় দল আর্জেন্টিনার হয়ে বড় কোনো ট্রফি না জেতা। এবারের কোপায় সে আক্ষেপটাও ঘুচিয়েছেন তিনি।

নতুন সতীর্থে গুণমুগ্ধ ডিপাইয়ের কাছে সে ব্যাপারও অনেক বড় বলে মনে হচ্ছে, ‘তিনি (মেসি) একজন কিংবদন্তি, বিশ্বের সেরা খেলোয়াড়। আপনারা সবাই দেখেছেন, তিনি কোপা আমেরিকায় কী করেছেন। তাঁর সঙ্গে খেলার জন্য মুখিয়ে আছি। তাঁর খেলার মান নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। তাঁর সমকক্ষ কেউ নেই।’

গত মৌসুমে লুইস সুয়ারেজ দল ছেড়ে যাওয়ার পর থেকেই হন্যে হয়ে স্ট্রাইকার খুঁজছিল টাকাপয়সা নিয়ে জটিলতায় থাকা বার্সেলোনা। ডিপাইয়ের মতো স্ট্রাইকারের চুক্তিও শেষ হয়ে যাচ্ছিল লিওঁর সঙ্গে, এদিকে ডিপাইকে দলে নেওয়ার ব্যাপারে বার্সেলোনার কোচ রোনাল্ড কোমানের আগ্রহ বহুদিন ধরেই। সবকিছু মিলে যাওয়ায় ডিপাইকে দলে টানতে দেরি করেননি কোমান।

মেসি বল বানিয়ে দেবেন আর টপাটপ গোল করবেন, এটাই এখন ডিপাইয়ের একমাত্র লক্ষ্য, ‘আমাকে শুধু গোলের দিকে দৌড়াতে হবে আর আমার পায়ে বল চলে আসবে, আমি জানি। কারণ, খেলোয়াড় হিসেবে তিনি কতটা উঁচু মানের। ফুটবল পায়ে যত যা কিছু করা সম্ভব, সব পারেন তিনি।’

ডিপাইয়ের আশা, গত মৌসুমে বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে মেসির অর্জনই তাঁকে এনে দেবে আরেকটি বিশ্বসেরার খেতাব, ‘সেদিন ক্লাবের জাদুঘরে ঘুরতে ঘুরতে তাঁর ব্যালন ডি’অর পুরস্কারগুলো দেখছিলাম। হয়তো সামনে আরেকটি পেতে যাচ্ছেন তিনি (মেসি)। এমন একজন খেলোয়াড়ের সঙ্গে খেলতে পারা আমার কাছে স্বপ্নপূরণের মতো।’


ডিপাইয়ের সঙ্গে বার্সেলোনা চুক্তি করতে যাচ্ছে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত। গত মৌসুমে ফ্রেঞ্চ লিগে ২০ গোল করা ডিপাই এর আগে পিএসভি আইন্দহফেন আর ম্যানচেস্টার ইউনাইটেডেও খেলেছেন।