আশায় পকেট ভরছেন রাংনিক, চ্যাম্পিয়নস লিগ খেলা হবে রোনালদোর?

কাল লেস্টারের বিপক্ষে এমন হতাশায়ই কেটেছে ম্যানচেস্টার ইউনাইটেডেরছবি: রয়টার্স

‘আশা নিয়ে ঘর করি, আশায় পকেট ভরি’—কবির সুমনের গানের এ কলি কাল মনে করিয়ে দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রালফ রাংনিক! লেস্টার সিটির সঙ্গে ১-১ গোলে ড্র করে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগ থেকে আরেকটু দূরে সরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে সুমনের গানের এ লাইনের মতো আশা নিয়ে ঘর করছেন রাংনিক, আপাতত পকেট ভরছেন আশা নিয়ে!

নিজেদের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচ। কিন্তু ঘরের মাঠের সুবিধা কাজে লাগাতে পারল কই ইউনাইটেড! শুরু থেকেই যেন উদ্দেশ্যবিহীন ফুটবল খেলতে থাকে রাংনিকের দল। আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষ হয়ে গেলেও অসুস্থতার জন্য এ ম্যাচে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। প্রতিপক্ষের গোলের সামনে অনেকটাই ছন্নছাড়া মনে হয়েছে ইউনাইটেডকে।

আরও পড়ুন
ইউনাইটেডের বিপক্ষে এগিয়ে যাওয়া গোলের পর লেস্টারের খেলোয়াড়দের উচ্ছ্বাস
ছবি: রয়টার্স

মাঝমাঠে আর রক্ষণের অবস্থাও বলতে গেলে একই রকম ছিল। মাঝমাঠে অ্যান্থনি এলাঙ্গা, পল পগবা, জাডোন সানচোদের একেকজনকে মনে হয়েছে বিচ্ছিন্ন একেকটি দ্বীপ। ইউনাইটেডের অগোছালো এ অবস্থার সুযোগ নিয়ে ৬৩ মিনিটে লেস্টারকে এগিয়ে দেন কেলেচি ইহেনাচো। জেমস ম্যাডিসনের দুর্দান্ত একটি ক্রস থেকে ডাইভিং হেডে দলকে এগিয়ে দেওয়া গোলটি করেন ম্যানচেস্টার সিটির সাবেক ফরোয়ার্ড।

লেস্টার অবশ্য বেশিক্ষণ গোল ধরে রাখতে পারেনি। ৩ মিনিট পরই ফ্রেড ইউনাইটেডকে সমতায় ফেরান। লেস্টারের রক্ষণ একটি বল ঠিকভাবে বিপদমুক্ত করতে পারেনি। তারই সুযোগ নিয়ে গোলে শট নেন কাল স্ট্রাইকার হিসাবে খেলা পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ। লেস্টারের গোলকিপার কাসপার স্মাইকেল ফিস্ট করে বল বিপদমুক্ত করার চেষ্টা করেন। ফিরতি বল জালে পাঠিয়ে ইউনাইটেডকে সমতায় ফেরান ফ্রেড।

আরও পড়ুন
ইউনাইটেডকে সমতায় ফেরানো গোলের পর ফ্রেদের উচ্ছ্বাস
ছবি: রয়টার্স

এরপর দুই দলই এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। লেস্টার অবশ্য নিজেদের দুর্ভাগাও ভাবতে পারে। ৮০ মিনিটে ম্যাডিসন ইউনাইটেডের জালে বল পাঠিয়েছিলেন। কিন্তু ভিএআর গোলটি বাতিল করে। কারণ, গোলটির বিল্ড আপের সময় ইহেনাচো ফাউল করেছিলেন ভারানকে।

এই ড্রয়ের পর ৩০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। শীর্ষ চারে থেকে লিগ শেষ করার দৌড়ে তাদের চেয়ে অনেকটাই এগিয়ে গেল টটেনহাম ও আর্সেনাল। ইউনাইটেডের চেয়ে এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে টটেনহাম আছে পঞ্চম স্থানে। চতুর্থ স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ২৮ ম্যাচে ৫৪।

আরও পড়ুন
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ রালফ রাংনিক
ছবি: রয়টার্স

পয়েন্ট তালিকার অবস্থা এমন হওয়ার পরও সুমনের ওই গানের মতো হাল ছাড়ছেন না ইউনাইটেডের কোচ রাংনিক, ‘অঙ্কের হিসাবে যতক্ষণ সম্ভাবনা থাকছে, আমাদের শেষ চারে থেকে লিগ শেষ করা সম্ভব বলেই মনে করি। সম্ভাব্য ভালো অবস্থানে থেকে লিগ শেষ করাটাই আমাদের দায়িত্ব।’

কবির সুমনের ওই গানের পরের লাইনটি এ রকম—পড়ে গেছে কোন ফাঁকে চেনা আধুলি! সুমন বোঝাতে চেয়েছেন, মানুষ আশা নিয়ে বেঁচে থাকে। কখনো কখনো সেই আশা পূরণ হয় না। পকেটে ভরে রাখা আশাটা হয়তো একসময় হারিয়ে যায়! রাংনিকের ইউনাইটেডের শেষ পর্যন্ত কী হবে—আশার আধুলি পড়ে যাওয়া কি ঠেকাতে পারবে তারা! রোনালদোকে আগামী চ্যাম্পিয়নস লিগে দেখা যাবে তো?