আসুন সৌরভের পাশে দাঁড়াই

সৌরভ
সৌরভ

যখন নিজেদের বন্ধু ক্যানসারে আক্রান্ত তখন নিশ্চয় বন্ধুরা বসে থাকবেন না। মৌলভীবাজার বন্ধুসভার বন্ধু সৌরভ কাজ করতেন একটি মুদির দোকানে। কাজের ফাঁকে তিনি লেখাপড়া চালিয়ে যেতেন, করতেন একটি টিউশনি, পড়ছেন মৌলভীবাজার সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষে। চার ভাই ও এক বোনের মধ্যে সৌরভ সবার বড়। সৌরভের মা-বাবা একটি গার্মেন্টসে কাজ করেন, তাতে সংসার চলত না। সৌরভ মুদির দোকানে কাজ করে নিজের লেখাপড়া চালাতেন, পরিবারকেও সাহায্য করতেন! সেই ২১ বয়সী সৌরভের পায়ে Sarcoma tumour IHC ক্যানসারে আক্রান্ত। এই বন্ধুটি জাতীয় ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হতে ১২ লাখ টাকার প্রয়োজন, যা দেওয়ার সাধ্য নেই তাঁর পরিবারের। আসুন বন্ধুরা, সৌরভের জন্য নিজেদের সাধ্যমতো চেষ্টা করি।
সৌরভের অসুস্থতার জন্য তাঁর মায়ের নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং একটি রকেট ও বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়েছে।
সৌরভকে সাহায্য করার জন্য Mrs. Shelina Khatun, A/C- 123.151.109358, Dutch Bangla Bank, Board Bazar, Gazipur Branch
মোবাইল: ০১৭০৩২৮২১৬৪ (রকেট), ০১৭২৭৮৭০৩৫৭ (রকেট ও বিকাশ) নম্বরগুলো সৌরভ ও তাঁর মায়ের।

মৌলভীবাজার বন্ধুসভা