ইতিহাস গড়তে যাচ্ছেন বুমরা

যশপ্রীত বুমরাএএফপি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে রোহিত শর্মা। সহ-অধিনায়ক লোকেশ রাহুল চোটের কারণে ছিটকে গেছেন আগেই। আগামী শুক্রবার এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে রোহিতকে না পাওয়ার সম্ভাবনাই বেশি ভারতের। রোহিতের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিতে যাচ্ছেন যশপ্রীত বুমরা, জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

শেষ পর্যন্ত অধিনায়ক হলে বুমরা ইতিহাসই গড়বেন। বিশেষজ্ঞ পেসার হিসেবে ভারতকে এর আগে টেস্টে নেতৃত্ব দেননি কেউই। পেসার হিসেবে এর আগে ভারতকে নেতৃত্ব দিয়েছেন কপিল দেব (৩৪ টেস্ট), লালা অমরনাথ (১৫ টেস্ট), বিজয় হাজারে (১৪ টেস্ট) ও গুলাব্রাই রামচাঁদ (৫ টেস্ট)। তবে তাঁদের সবাই ছিলেন মূলত অলরাউন্ডার।

আরও পড়ুন

২৫ জুন রোহিতের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবর জানায় বিসিসিআই। সংবাদ বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছিল, ২৬ জুন ফিরতি পরীক্ষা করা হবে। তবে ২৭ জুন আরেকটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোহিতের ব্যাক-আপ হিসেবে ইংল্যান্ড নিয়ে যাওয়া হচ্ছে ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়ালকে। অবশ্য ক্রিকইনফো জানিয়েছে, রোহিতকে পেতে টেস্টের আগের দিন পর্যন্ত অপেক্ষা করবে ভারত। আজ ও আগামীকাল দুবার তাঁর করোনা পরীক্ষা করা হবে।

আরও পড়ুন

বুমরা এজবাস্টনে টস করতে নামলে এ বছর ভারতকে টেস্টে নেতৃত্ব দেওয়া চতুর্থ খেলোয়াড় হবেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সংস্করণেই বেশ কয়েকজন অধিনায়ক দেখছে ভারত। গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষে ভারতের টেস্ট অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান বিরাট কোহলি। এরপর দায়িত্ব দেওয়া হয় রোহিত শর্মাকে। যদিও ওই সিরিজের দ্বিতীয় টেস্টে চোটের কারণে ছিলেন না কোহলি। তখন ভারতকে নেতৃত্ব দেন লোকেশ রাহুল। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অধিনায়কত্বে অভিষেক হয় রোহিতের।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রোহিত শর্মা
এএফপি

অন্যদিকে এ মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয় নিয়মিত অধিনায়ক রোহিতসহ কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে। সে সিরিজে দায়িত্ব দেওয়া হয়েছিল রাহুলকে, তবে চোটের কারণে সিরিজ শুরুর আগেই ছিটকে যান তিনি। সে সময় অধিনায়কত্ব পান ঋষভ পন্ত। তবে পন্ত টেস্ট সিরিজের দলে আছেন বলে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করেন হার্দিক পান্ডিয়া।

আরও পড়ুন

গত বছর করোনাভাইরাস আশঙ্কায় ৫ টেস্ট সিরিজের সর্বশেষটি না খেলেই ফিরে গিয়েছিল ভারত। সে ম্যাচটিই হচ্ছে এবার। পরিবর্তিত তারিখে বেশ ঠাসা সূচির মধ্যেই হচ্ছে ম্যাচটি। নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের ৩ ম্যাচ সিরিজের তৃতীয়টি শেষ হয়েছে গত ২৭ জুন। তিন দিনের বিরতি দিয়েই তাই তাদের নামতে হচ্ছে ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে টেস্ট খেলতে। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টের মাঝপথে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ছিটকে যান ইংলিশ উইকেটকিপার বেন ফোকস, তাঁর বদলে নামানো হয় স্যাম বিলিংসকে। যদিও ভারতের বিপক্ষে স্কোয়াডে রাখা হয়েছে ফোকসকে।

আরও পড়ুন

অন্যদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে ভারতের ২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে গতকাল। যদিও ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দলের কেউই ছিলেন না ওই সিরিজে। টেস্ট দলের সদস্যরা ইংল্যান্ড গেছেন আগেই, এ ম্যাচের আগে লেস্টারশায়ারের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। সে ম্যাচে ছিলেন রোহিতও।

আরও পড়ুন

ইংল্যান্ড যাওয়ার আগেই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনও। এ কারণে দলের সঙ্গে ইংল্যান্ড যেতে পারেননি তিনি। তবে সেরে ওঠার পর এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন অশ্বিন। এজবাস্টনে শেষ পর্যন্ত অশ্বিন সুযোগ পাবেন কি না, সেটি নিশ্চিত নয়। অলরাউন্ডার হিসেবে দলে আছেন রবীন্দ্র জাদেজা ও শার্দুল ঠাকুরও।