ফরচুন ট্যুর ডি বাংলাদেশ-এর প্রথম দিন

২৫ তারিখে রাতে ঢাকা থেকে টিমের প্রায় সবাইসহ চলে আসি ঠাকুরগাঁও। দুপুরের ভেতর চলে আসে ন্যাশনাল টিম/বিজিবির ছয়জন প্লেয়ারসহ অন্য সবাই।

সাইক্লিস্টসদের জন্য রেস্ট ডে আর অর্গানাইজেদের জন্য ছিল ব্যস্ত একটা দিন। ঘোষণা করা হয় ৫ বিভাগের ৫টি টিমের নাম:

১. টিম ঢাকা
২. টিম চিটাগাং
৩. টিম সিলেট
৪. টিম রংপুর এবং
৫. টিম রাজশাহী

প্রস্তুতি সব শেষ; মেডিকেল টিম, টেকনিশিয়ান, সাপোর্ট স্টাফ, ভলিনিটিয়ার, ইভেন্ট লজিস্টিকস, রেস অফিশিয়ালসহ প্রস্তুত আমাদের ৫টি টিমের সব সাইক্লিস্টও।

 আজ ২৭ তারিখ আমরা সবাই প্রস্তুত রাইড ডে ১–এর জন্য। সকাল আটটায় ঠাকুরগাঁও থেকে উত্তরে পঞ্চগড় গিয়ে আমরা চলে আসব দিনাজপুর। ১৫০ কিলোমিটার রাইডে আজকে আমরা দুটি কম্পিটিটিভ রেস করব।

১. ১০ কিলোমিটারের ইন্ডিভিজ্যুয়াল টাইম ট্রায়াল এবং
২. ৩০ কিলোমিটারের টিম টাইম ট্রায়াল।

সবার সুস্থতা আর আরও একটি সুন্দর দিনের আশা করছি আমরা। কমেন্টে আপনার ফেভারিট টিমের নাম জানাতে ভুলবেন না।