এশিয়া কাপে বাংলাদেশ

অলক কাপালি
অলক কাপালি

কার বিপক্ষে কেমন
প্রতিপক্ষ ম্যাচ জয় হার সাফল্য (%)
হংকং ১ ১ ০ ১০০.০০
ভারত ৯ ১ ৮ ১১.১১
পাকিস্তান ১১ ০ ১১ ০.০০
শ্রীলঙ্কা ১১ ১ ১০ ৯.০৯
আমিরাত ১ ১ ০ ১০০.০০
সেরা পাঁচ ব্যাটসম্যান
ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় ১০০/৫০
তামিম ইকবাল ১২ ১২ ৫১৭ ৭০ ৪৩.০৮ ০/৬
আতহার আলী খান ১১ ১১ ৩৬৮ ৮২ ৩৬.৮০ ০/২
আকরাম খান ১৩ ১৩ ৩৪৫ ৬৪ ২৮.৭৫ ০/২
মোহাম্মদ আশরাফুল ১২ ১২ ৩১৬ ১০৯ ২৬.৩৩ ১/১
সাকিব আল হাসান ৭ ৭ ২৮৯ ৬৮ ৪১.২৮ ০/৩
সেরা পাঁচ বোলার
ওভার রান উইকেট সেরা গড়
আবদুর রাজ্জাক ১৪১.২ ৬১২ ২০ ৩/১৭ ৩০.৬০
মাশরাফি বিন মুর্তজা ৯৭.৩ ৫৭২ ১২ ২/৩৭ ৪৭.৬৬
সাকিব আল হাসান ৭০.০ ৩৭০ ১১ ২/৩৯ ৩৩.৬৩
শাহাদাত হোসেন ৬৯.৫ ৪৮০ ১০ ৩/৫৩ ৪৮.০০
মোহাম্মদ রফিক ৬৬.০ ২৯৯ ৮ ২/২১ ৩৭.৩৭
সর্বোচ্চ পাঁচ ইনিংস
প্রতিপক্ষ ভেন্যু মৌসুম
১১৫ অলক কাপালি ভারত করাচি ২০০৮
১০৯ মোহাম্মদ আশরাফুল আমিরাত লাহোর ২০০৮
৯৭ জুনায়েদ সিদ্দিক পাকিস্তান ডাম্বুলা ২০১০
৮৫* জাভেদ ওমর শ্রীলঙ্কা ঢাকা ২০০০
৮৩ রকিবুল হাসান আমিরাত লাহোর ২০০৮
সেরা পাঁচ বোলিং
প্রতিপক্ষ ভেন্যু সাল
৪/৩৬ সাইফুল ইসলাম শ্রীলঙ্কা শারজা ১৯৯৫
৩/১৭ আবদুর রাজ্জাক হংকং কলম্বো ২০০৪
৩/২০ আবদুর রাজ্জাক আমিরাত লাহোর ২০০৮
৩/৩২ নাজমুল হোসেন শ্রীলঙ্কা মিরপুর ২০১২
৩/৫৩ শাহাদাত হোসেন পাকিস্তান মিরপুর ২০১২

 পাকিস্তানই একমাত্র দল, এশিয়া কাপে যাদের হারাতে পারেনি বাংলাদেশ।
 বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৮ উইকেটে ৩০০। ২০০৮ এশিয়া কাপে লাহোরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
 এশিয়া কাপে দলীয় সর্বনিম্ন, ৮৭ রানের লজ্জা বাংলাদেশের। ২০০০ সালে ঢাকায় পাকিস্তানের বিপক্ষে ৩৪.২ ওভারেই অলআউট হয়ে গিয়েছিল বাংলাদেশ। টুর্নামেন্টে এক শ রানের নিচে যে চারটি স্কোর আছে, তার তিনটিই বাংলাদেশের।
 রানে বাংলাদেশের সবচেয়ে বড় জয়টি হংকংয়ের বিপক্ষে। ২০০৪ সালে কলম্বোয় বাংলাদেশ ১১৬ রানে হারিয়েছিল টুর্নামেন্টে নবাগতদের।
 সবচেয়ে বেশি, ৬টি ফিফটি তামিম ইকবালের। প্রতি দুই ম্যাচে গড় একটি করে ফিফটি পেয়েছেন ১২টি ম্যাচ খেলা বাংলাদেশের এই ওপেনার।
 সবচেয়ে বেশি, ৩ বার শূন্য রানে আউট হয়েছেন আমিনুল ইসলাম।
 এক ইনিংসে সবচেয়ে খরুচে বোলিং শফিউল ইসলামের। ২০১০ এশিয়া কাপে ডাম্বুলায় পাকিস্তানের বিপক্ষে ১০ ওভারে দিয়েছিলেন ৯৫ রান।
 সবচেয়ে বেশি ৭টি ক্যাচ নিয়েছেন সাকিব আল হাসান। এক ইনিংসে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩টি ক্যাচ নেওয়ার কৃতিত্বও তাঁর।