করোনার প্রভাবে স্থগিত এশিয়ান ট্যুর গলফও

করোনার কারণে এশিয়ান ট্যুরে খেলা হচ্ছে না সিদ্দিকুর রহমানের। ফাইল ছবি
করোনার কারণে এশিয়ান ট্যুরে খেলা হচ্ছে না সিদ্দিকুর রহমানের। ফাইল ছবি

করোনাভাইরাসের আতঙ্কে এবার স্থগিত হয়ে গেল ঢাকায় অনুষ্ঠেয় এশিয়ান ট্যুর গলফ টুর্নামেন্ট। আগামী ২৫-২৮ মার্চ কুর্মিটোলা গলফ কোর্সে হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু কাপ ওপেন এশিয়ান ট্যুর। কিন্তু ঢাকায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার একদিন পরই এশিয়ান ট্যুরের আয়োজক কমিটি আজ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে কবে নাগাদ টুর্নামেন্টটি হতে পারে, সেটি এশিয়ান ট্যুর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ঠিক করবে বাংলাদেশ গলফ ফেডারেশন। 

৪ লাখ মার্কিন ডলারের টুর্নামেন্টটি এবারের মুজিব বর্ষের ক্রীড়াপঞ্জীতে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশ গলফ ফেডারেশন। কিন্তু ঢাকায় করোনা ভাইরাসের রোগী পাওয়ার পর বাংলাদেশ গলফ ফেডারেশন টুর্নামেন্ট স্থগিতের অনুরোধ করে এশিয়ান ট্যুর কর্মকর্তাদের। তাতে সাড়া দিয়ে আজ টুর্নামেন্ট স্থগিতের ঘোষণা দিয়েছে এশিয়ান ট্যুর। এশিয়ান ট্যুরের কমিশনার ও প্রধান নির্বাহী চো মিন থানত টুর্নামেন্টের ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘ঢাকায় সম্প্রতি কোভিড-১৯ রোগের সন্ধান পাওয়া গেছে। বৈশ্বিক পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ গলফ ফেডারেশনের অনুরোধে সব খেলোয়াড়, কর্মকর্তা ও স্টাফদের স্বাস্থ্যের কথা বিবেচনা করে আমরা টুর্নামেন্টটি স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।’
২০১৫ সাল থেকে নিয়মিত বাংলাদেশে হয়ে আসছে এশিয়ান ট্যুরের টুর্নামেন্ট। তবে নির্ধারিত সময়ে প্রতি বছর হলেও এবারই ব্যতিক্রম হতে যাচ্ছে টুর্নামেন্টের আয়োজন।