কাটই মিস করতে পারেন সিদ্দিকুর
সিঙ্গাপুরে ওয়ার্ল্ড ক্লাসিকের শেষ রাউন্ডে বাজে পারফরম্যান্সের শুরু। সিদ্দিকুর রহমান বাজে পারফরম্যান্সের সেই রেশটা যেন টেনে এনেছেন ফিলিপাইনেও। বাংলাদেশের গলফারের রিসোর্টস ওয়ার্ল্ড ম্যানিলা মাস্টার্সের প্রথম রাউন্ডে খুবই খারাপ পারফরম্যান্স। পারের চেয়ে ২ শট বেশি খেলে রয়েছেন ৮৪তম স্থানে। কাট মিসই করতে পারেন। পারের চেয়ে ৬ শট কম খেলে লিডারবোর্ডে সবার ওপরে মালয়েশিয়ার নিকোলাস ফাং।