কারস্টেনের একাডেমিতে হবে মুমিনুলদের অনুশীলন

দক্ষিণ আফ্রিকায় টেস্ট দলের প্রস্তুতির জন্য গ্যারি কারস্টেনের একাডেমিতে অনুশীলন ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করছে বিসিবিএএফপি

আগামী ১২ মার্চ দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। প্রোটিয়াদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। সেখানে টেস্ট দলের প্রস্তুতির জন্য গ্যারি কারস্টেনের একাডেমিতে অনুশীলন ক্যাম্প আয়োজনের পরিকল্পনা করছে বিসিবি। বিসিবির এক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
জেমি সিডন্সের অধীন কারস্টেনের একাডেমিতে টেস্ট দলের ক্রিকেটাররা ১০ দিন অনুশীলন করবেন। আইপিএল দল গুজরাট টাইটানসের ব্যাটিং কোচের দায়িত্ব নেওয়ার আগে কারস্টেন থাকবেন বাংলাদেশ দলের ক্যাম্পে। এ ছাড়া বাংলাদেশ দলের সাবেক ফিল্ডিং কোচ রায়ান কুকও মুমিনুলদের সঙ্গে কাজ করবেন। তিনি কারস্টেনের একাডেমিতে কোচ হিসেবে কর্মরত।
জৈব সুরক্ষাবলয়ের কারণে দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে ও টেস্ট দল একসঙ্গে সফর করবে। ওয়ানডে সিরিজ দিয়ে সফর শুরু হওয়ায় ওই সময় টেস্ট দলের অনুশীলনের জন্যই বিসিবির এ ব্যবস্থা। কারস্টেনের একাডেমি দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অবস্থিত।