খেলোয়াড়দেরই কৃতিত্ব দিলেন জেমি ডে

বাংলাদেশ দলের ড্রয়ের আনন্দ।ছবি: বাফুফে

আফগানিস্তানকে বাংলাদেশ সর্বশেষ হারিয়েছে ১৯৭৯ সালে। এরপর পাঁচটি ম্যাচ খেললেও জয়ের মুখ দেখা যায়নি। সর্বশেষ দুই ম্যাচের একটিতে হার ৪-০ গোলে ও অন্যটিতে ১-০ গোলে।

আজ দোহায় বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ে আফগানিস্তানকে বাংলাদেশ হারিয়ে দেবে, এমন বাজি ধরার লোক ছিল না। ড্র করতে পারলেই যেন খুশি সবাই। জসিম বিন হামাদ স্টেডিয়ামে পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করে সে কাজটিই করে দেখিয়েছে জেমি ডের দল। ম্যাচের শেষ দিকে দলের পক্ষে একমাত্র গোলটি করেছেন তপু বর্মণ।

আফগানিস্তানের বিপক্ষে ড্রয়ে খেলোয়াড়দেরই কৃতিত্ব দিয়েছেন বাংলাদেশ কোচ জেমি ডে
ছবি: বাফুফে


ম্যাচ শেষে এই ড্রয়ে দলের ফুটবলারদেরই কৃতিত্ব দিলেন বাংলাদেশ কোচ জেমি ডে। দোহা থেকে প্রথম আলোকে হোয়াটসঅ্যাপে জেমি বলেন, ‘দারুণ পারফরম্যান্স। এটি দলীয় প্রচেষ্টারই ফল। খেলোয়াড় ও দলের স্টাফদের ওপর আমি খুবই সন্তুষ্ট। তারা আজ রাতে ইতিহাস গড়েছে।’

আফগানিস্তানকে জিততে দেয়নি বাংলাদেশ। আজ দোহায়।
ছবি: বাফুফে

ম্যাচে গোলদাতা তপুর পারফরম্যান্স নিয়ে আলাদা কিছু না বলে পুরো দলকেই প্রশংসায় ভাসিয়েছেন তিনি, ‘আমি মনে করি পুরো দলই দারুণ খেলেছে। বদলি খেলোয়াড়েরা ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। যখন যা করা প্রয়োজন ছিল, তাই করেছে খেলোয়াড়েরা।’

গোলের পর তপু বর্মণ
ছবি: বাফুফে

এই ড্রয়ে গত বিশ্বকাপ বাছাইপর্বের পারফরম্যান্সকেও ছাপিয়ে গেছে বাংলাদেশ। রাশিয়া বিশ্বকাপে মাত্র এক পয়েন্ট অর্জন করেছিলেন জামাল ভূঁইয়ারা। আজকের ড্রয়ে বাংলাদেশের অর্জন হলো দুই পয়েন্ট। যদিও এখনো গ্রুপের তলানিতেই বাংলাদেশের অবস্থান। ৭ জুন বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ভারতের বিপক্ষে। ১৫ জুন শেষ ম্যাচে প্রতিপক্ষ ওমান। বাকি দুটি ম্যাচও হবে দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে।