গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার টুয়েলভে বাংলাদেশের সঙ্গী স্কটল্যান্ড

প্রথমবারের মতো বিশ্বকাপের পরের রাউন্ডে গেল স্কটল্যান্ডছবি: এএফপি

‘বি’ গ্রুপের শেষ দুই ম্যাচের আগে পরের পর্বে যাওয়ার সুযোগ খাতা-কলমে ছিল চারটি দলেরই। প্রথম ম্যাচে পাপুয়া নিউগিনিকে বিদায় করে দিয়ে সুপার টুয়েলভে জায়গা নিশ্চিত করে বাংলাদেশ। ওমান ও স্কটল্যান্ডের ম্যাচ ছিল কার্যত নক-আউট—যে দল জিতবে, পরের রাউন্ডে বাংলাদেশের সঙ্গী হবে তারাই। আগে ব্যাটিং করে ১২২ রানে ওমান আটকে যাওয়ার পর রানরেটের হিসাব ছিল এমন—স্কটল্যান্ডকে ১২০ রানের মধ্যে আটকালে নেট রানরেটের হিসাবে সুপার টুয়েলভে যাবে ওমান। অন্যদিকে ম্যাচ জিতলে তো বটেই, ১২১ রান করে ১ রানে হারলেও সুপার টুয়েলভে উঠবে স্কটিশরা।

শেষ পর্যন্ত এত হিসাব-নিকাশের প্রয়োজন পড়েনি। অধিনায়ক কাইল কোয়েটজারের ২৮ বলে ৪১ রানের ইনিংসের আগে-পরে জর্জ মানসির ১৯ বলে ২০ রান, ম্যাথু ক্রসের ৩৫ বলে ২৬ ও রিচি বেরিংটনের ২১ বলে ৩১ রানের ইনিংসে ৮ উইকেটের জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের পরের পর্বে গেছে স্কটল্যান্ড।

২১ বলে ৩১ রানে অপরাজিত ছিলেন রিচি বেরিংটন
ছবি: এএফপি

গ্রুপ পর্বে তিন জয়ে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়েছে তারাই, ফলে বাংলাদেশ এখন খেলবে গ্রুপ ‘১’-এ। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন দল। গ্রুপ ‘২’-এ স্কটল্যান্ডের প্রতিপক্ষ হবে ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান এবং ‘এ’ গ্রুপের রানার্সআপ দল।

ম্যাচের মোমেন্টাম স্কটল্যান্ডের দিকে ঘুরে গেছে মূলত প্রথম ওভারেই। টুর্নামেন্টে ওমানের সেরা ব্যাটসম্যান যতীন্দর সিং দ্বিতীয় বলেই সঙ্গী আকিব ইলিয়াসের সঙ্গে ভুল–বোঝাবুঝিতে হয়েছেন রানআউট। সেই যে চাপে পড়েছে ওমান, সেখান থেকে বেরোতে পারেনি আর। আকিব ইলিয়াস, মোহাম্মদ নাদিম ও জিশান মাকসুদ—প্রত্যেকের রান ২৫ পেরোলেও তাঁদের ইনিংসে তেমন গতি ছিল না। তৃতীয় উইকেটে ৪০ বলে ৩৮ ও চতুর্থ উইকেটে ১৮ বলে ২৮ রান ছাড়া তেমন বড় হয়নি কোনো জুটি।

বিশ্বকাপ থেকে বিদায় নিল স্বাগতিক ওমান
ছবি: এএফপি

২৯ রানে শেষ ৬ উইকেট হারিয়েছে ওমানিরা। ফিল্ডিংয়ে কিছুটা ভুল করলেও ইনিংসের মাঝের ওভারগুলোতে স্কটল্যান্ড ধরে রেখেছে চাপ। প্রায় সবাই করেছেন আঁটসাঁট বোলিং। ২৫ রানে ৩ উইকেট নিয়েছেন পেসার জশ ডেভি। ২টি করে নিয়েছেন সাফিয়ান শরিফ ও মাইকেল লিস্ক। শরিফ ৪ ওভারে দিয়েছেন ২৫ রান, ৩ ওভারে ১৩ রান দিয়েছেন লিস্ক। এ ছাড়া ২৩ রানে ১ উইকেট নিয়েছেন মার্ক ওয়াট। ক্রিস গ্রিভস ২ ওভারে ৯ রান দিলেও কোনো উইকেট পাননি।

ম্যাচসেরা হয়েছেন জশ ডেভি
ছবি: টুইটার

রান তাড়ায় পঞ্চম ওভারে গিয়ে প্রথম উইকেট হারিয়েছে স্কটল্যান্ড। জর্জ মানসি ফিরলেও কোয়েটজার অবশ্য ছিলেন দশম ওভার পর্যন্ত। খাওয়ার আলীর বলে বোল্ড হওয়ার আগে স্কটল্যান্ডকে অনেকটাই ঝুঁকিমুক্ত করে যান তিনি। স্কটিশ অধিনায়ক তাঁর ইনিংসে মেরেছেন ২টি চার ও ৩টি ছয়। তাঁর ঝোড়ো ইনিংস নিশ্চিত করেছে, এরপরের ব্যাটসম্যানরা সুযোগ পাবেন দেখেশুনে খেলার। ক্রস ও বেরিংটন ঝুঁকি নেননি, দুজনের অবিচ্ছিন্ন জুটিই স্কটল্যান্ডকে পৌঁছে দিয়েছে পরের রাউন্ডে। ছয় মেরে স্কটিশদের ঐতিহাসিক জয় নিশ্চিত করেছেন ১৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা বেরিংটন।