ছবিতে রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কার

>

রূপচাঁদা-প্রথম আলো বর্ষসেরা ক্রীড়া পুরস্কার ২০১৮-এর আসর বসেছিল রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে। মঙ্গলবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানকে শুধু পুরস্কার বিতরণী অনুষ্ঠান বললে ভুল হয়। প্রথম আলোর এই আয়োজন যেন পুরস্কার দেওয়া আর নেওয়া ছাপিয়ে ক্রীড়াঙ্গনের মিলনমেলা! প্রতিবছরের মতো সেই মিলনমেলা বসেছিল আজও। রূপচাঁদা-প্রথম আলো ২০১৮ বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার পেয়েছেন শুটার আবদুল্লাহ হেল বাকি। আজীবন সম্মাননা পেয়েছেন গোলাম সারোয়ার টিপু।

প্রথম আলো ক্রীড়া পুরস্কার মানেই তারকা মেলা। ক্রীড়াজগতের সাবেক ও বর্তমান সব তারকাই ছিলেন আজ।
প্রথম আলো ক্রীড়া পুরস্কার মানেই তারকা মেলা। ক্রীড়াজগতের সাবেক ও বর্তমান সব তারকাই ছিলেন আজ।
অনুষ্ঠানে ফুটবল নিয়ে গান শোনাচ্ছেন দিলশাদ নাহার কনা।
অনুষ্ঠানে ফুটবল নিয়ে গান শোনাচ্ছেন দিলশাদ নাহার কনা।
রানী হামিদকে পেলে সেলফি না তুলে থাকা যায়!
রানী হামিদকে পেলে সেলফি না তুলে থাকা যায়!
শুভেচ্ছা বক্তৃতা দিচ্ছেন বাংলাদেশ এডিবল ওয়েল এর মহাব্যবস্থাপক ইনাম আহমেদ।
শুভেচ্ছা বক্তৃতা দিচ্ছেন বাংলাদেশ এডিবল ওয়েল এর মহাব্যবস্থাপক ইনাম আহমেদ।
সবাইকে স্বাগত জানাচ্ছেন প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান।
সবাইকে স্বাগত জানাচ্ছেন প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান।
দর্শকসারিতে সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী।
দর্শকসারিতে সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী।
প্রথম আলো ক্রীড়া পুরস্কারের বিজয়ী বেছে নেওয়ার কঠিন দায়িত্বটা ছিল এ পাঁচজনেরই।
প্রথম আলো ক্রীড়া পুরস্কারের বিজয়ী বেছে নেওয়ার কঠিন দায়িত্বটা ছিল এ পাঁচজনেরই।
আজীবন সম্মাননা পুরস্কারের স্মারক হাতে গোলাম সারোয়ার টিপু।
আজীবন সম্মাননা পুরস্কারের স্মারক হাতে গোলাম সারোয়ার টিপু।
সেরা উদীয়মান নাঈম হাসানের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
সেরা উদীয়মান নাঈম হাসানের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।
তহুরার পুরস্কার বুঝে নিচ্ছেন বাবা ফিরোজ মিয়া।
তহুরার পুরস্কার বুঝে নিচ্ছেন বাবা ফিরোজ মিয়া।
বাংলাদেশের বিশ্বকাপ দলকে শুভকামনা জানিয়েছেন।
বাংলাদেশের বিশ্বকাপ দলকে শুভকামনা জানিয়েছেন।
বর্ষসেরা রানারআপ মুশফিকুর রহিম।
বর্ষসেরা রানারআপ মুশফিকুর রহিম।
বর্ষসেরা রানারআপ রুমানা আহমেদ।
বর্ষসেরা রানারআপ রুমানা আহমেদ।