জয় পেল রিয়াল মাদ্রিদ

রিয়াল বেতিসকে হারিয়ে মৌসুমে প্রথম জয়ের দেখা পেল রিয়াল মাদ্রিদ।
ছবি: এএফপি

মৌসুমের শুরুটা মোটেও ভালো হয়নি রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়নদের লিগ মৌসুমের শুরুটা হয়েছে সোসিয়েদাদের মাঠে গোলশূন্য ড্র করে। আর রিয়াল বেতিস নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় নিয়ে টেবিলের দুইয়ে আছে। আজ সেই রিয়াল বেতিসের বিপক্ষে ৩-২ গোলে জয়ে ফিরেছে রিয়াল মাদ্রিদ।

বেতিসের মাঠে ম্যাচ শুরুর তিন মিনিটের মাথাতেই বল জালে জড়ায় রিয়াল মাদ্রিদ। অফসাইডের ফাঁদে পড়ে সেই গোল বাতিল হলে আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে ওঠে। প্রথম গোলের জন্য অবশ্য খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি রিয়ালের। ম্যাচের ১৪ মিনিটে বক্সের ভেতর বেনজেমার বাড়ানো বল জালে জড়ান ভালভার্দে (১-০)। ম্যাচের ৩৫ মিনিটে রিয়াল রক্ষণের দুর্বলতার সুযোগ নিয়ে মেন্ডির গোলে সমতায় ফেরে স্বাগতিকেরা (১-১)। মেন্ডির গোলের মিনিট দু-এক পরই উইলিয়াম কারভালহো ব্যবধান দ্বিগুণ করেন (২-১)।

দ্বিতীয়ার্ধের খেলার শুরুতে ৪৮ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে বেতিসের সর্বনাশ করেন এমারসন। ২-২ গোলে সমতায় ফেরে জিদান শিষ্যরা। ম্যাচের ৬৭ মিনিটে লাল কার্ডের দেখা পেয়ে মাঠ ছাড়েন এমারসন। দশজনের রিয়াল বেতিসকে পেয়ে চেপে ধরে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৮২ মিনিটে ভিএআর-এর সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। রামোসের ঠান্ডা মাথার পেনাল্টি শট জাল খুঁজে পায় সহজেই (৩-২)। এরপর নির্ধারিত সময়ের খেলা শেষে অতিরিক্ত ৮ মিনিট যোগ হলেও কাজে লাগাতে পারেনি কোনো দল।