টাইব্রেকারে ব্রডদের কাছে রুটদের হার

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের পোস্ট করা কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
১ / ৮
পিএসএলের দল লাহোর কালান্দার্সের হাই পারফরম্যান্স সেন্টার দেখতে গিয়েছিলেন সাবেক ইংল্যান্ড পেসার ড্যারেন গফ। লাহোরের প্রধান কোচ আকিব জাভেদের সঙ্গে সেলফিতে এভাবেই ধরা পড়লেন গফ। পাকিস্তানে গিয়ে সময়টা মন্দ কাটেনি, গফের হাসিতেই স্পষ্ট সেটি
ইনস্টাগ্রাম
২ / ৮
প্যারিসে ঘুরতে গিয়ে আইফেল টাওয়ারের সঙ্গে ছবি দেবেন না, হয় নাকি! অস্ট্রেলিয়া ব্যাটসম্যান মারনাস লাবুশেন ঠিকই ছবি তুলেছেন প্যারিসের বিখ্যাত স্থাপনার সঙ্গে
ইনস্টাগ্রাম
৩ / ৮
মায়ামি গিয়েছিলেন ইউজিনি বুশার। বাস্কেটবল দেখার সুযোগটা হাতছাড়া করেননি কানাডিয়ান টেনিস তারকা
ইনস্টাগ্রাম
৪ / ৮
শাহিন শাহ আফ্রিদি ক্যাপশনে কিছু লেখেননি। শুধু চশমা পরা ইমোজিটা ব্যবহার করেছেন পাকিস্তানের গতিতারকা
ইনস্টাগ্রাম
৫ / ৮
ছবিতে লেখা নেইমারের কথার অর্থ, 'আমার ক্যান্ডি'। বান্ধবীর সঙ্গে ব্রাজিল ও পিএসজি তারকা
ইনস্টাগ্রাম
৬ / ৮
গরম পড়েছে ভারতেও। তবে ব্যাটিং কিংবদন্তি 'মিস' করছেন শীতকে। এসব পোশাকের ছবি দিয়ে লিখেছেন, 'শীতের জন্য অপেক্ষা'
ইনস্টাগ্রাম
৭ / ৮
এ মৌসুমে যে কয়েকটি রেস শেষ করেছেন, সবকটিই জিতেছেন রেড বুলের ম্যাক্স ভারস্টাপেন। ফর্মুলা ওয়ানের পরের গ্রাঁ প্রিঁ বার্সেলোনায়। সেটির জন্যই প্রস্তুত হচ্ছেন তিনি
ইনস্টাগ্রাম
৮ / ৮
একজন নটিংহাম ফরেস্ট, অন্যজন শেফিল্ড ইউনাইটেডের সমর্থক। স্টুয়ার্ট ব্রড ও জো রুট চ্যাম্পিয়নশিপ সেমিফাইনালের খেলা দেখতে গিয়েছিলেন একসঙ্গে। দুই লেগ মিলিয়ে ড্রয়ের পর টাইব্রেকারে শেষ পর্যন্ত রুটদের শেফিল্ডকে হারিয়ে দিয়েছে ব্রডদের নটিংহাম। নিচের ছবিতে সেটিরই উল্লাস ব্রডের, যেখানে অবশ্য খুঁজে পাওয়া গেল না রুটকে। ওপরের ছবিতে রুট ও ব্রডের সঙ্গে আরেকজন নটিংহাম সমর্থক সামিট প্যাটেলের ছেলে।
ইনস্টাগ্রাম ও টুইটার