‘ট্রাম্প চাচা’ কে মিস করবেন শেবাগ

ট্রাম্পের একটা জিনিস খুব মিস করবেন বীরেন্দর শেবাগ।ছবি: রয়টার্স

শুধু যুক্তরাষ্ট্র নয়, এবারের নির্বাচনের প্রভাব সারা বিশ্বেই টের পাওয়া যাচ্ছে। ট্রাম্প-বাইডেনের লড়াইয়ে আগ্রহের কমতি নেই কারও। এ নির্বাচন উপলক্ষে নিরপেক্ষতার ঢাল সরিয়ে সামনে এগিয়ে এসেছেন অনেক ক্রীড়া তারকাই। কেউ সমর্থন দিচ্ছেন বাইডেনকে, কেউ রিপাবলিকান-সমর্থক হিসেবে ভোট চেয়েছেন ট্রাম্পের জন্য।

ফলাফল এর মধ্যেই ঘোষণা করা হয়ে গিয়েছে। ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ফলাফলের পর বাইডেন-ট্রাম্পকে শুভকামনা-সান্ত্বনা দেওয়ার মিছিলে যোগ দিয়েছেন অনেক ক্রীড়াতারকা। ভারতের সাবেক ওপেনার বীরেন্দর শেবাগের কথাই ধরুন। ট্রাম্পের ছবি পোস্ট করে এই সাবেক ক্রিকেটার টুইটে লিখেছেন, ‘আমাদেরটা এখনো একই আছে। চাচার কমেডি অনেক মিস করব!'

ট্রাম্পের কি মিস করবেন শেবাগ?
ফাইল ছবি

ট্রাম্পের পরাজয়ে মজা খুঁজে নিয়েছেন পিটারসেনও। পরাজয়ের কষ্টে ট্রাম্প টুইটার ছেড়ে চলে গিয়েছেন কি না, জানতে চেয়েছেন এই সাবেক ইংলিশ অধিনায়ক, ‘টুইটার এখনো ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট মুছে দিয়েছে কি?’ বিখ্যাত টেনিস তারকা, আঠারো বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী মার্টিনা নাভ্রাতিলোভার কণ্ঠে অবশ্য স্বস্তি, ‘আজকের দিনটা বিশেষ। সবাইকে ধন্যবাদ। আমরা আজ শান্তির ঘুম ঘুমাতে পারব। অন্তত অধিকাংশ মানুষই শান্তিতে ঘুমাতে পারবে।’

খেলোয়াড়ি জীবনে নাভ্রাতিলোভার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিলেন আরেক কিংবদন্তি টেনিস তারকা ক্রিস এভার্ট। অন্তত বাইডেনকে সমর্থন করার দিক দিয়ে এই দুজন মিলে গেছেন একই বিন্দুতে, 'জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন। আবার সবকিছুতে নিয়মশৃঙ্খলা ফিরে আসবে।’

নাদ্রাতিলোভাও খুশি ট্রাম্পের হারে।
ফাইল ছবি

বাইডেন জেতায় আনন্দসাগরে ভেসে যাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা নারী ফুটবলার মেগান রাপিনো-ও। গতবার ব্যালন ডি’অর জেতা এই তারকা ডেমোক্র্যাটদের এই জয়ে বেশ উচ্ছ্বসিত, ‘আমি বলে বোঝাতে পারব না কমলা হ্যারিসের জন্য আমি কতটা খুশি। বিশ্বের সকল কৃষ্ণাঙ্গ নারী ও দক্ষিণ এশিয়ার নারীদের জন্য আমার অনেক ভালো লাগছে। আমেরিকার জন্য ভালো লাগছে। আর আমরা যেন কখনো পেছনে ফিরে না তাকাই!’

নির্বাচন নিয়ে নিয়মিত টুইট করেছেন সাবেক ইংলিশ স্ট্রাইকার গ্যারি লিনেকারও। টুইটারে অনেকগুলো পোস্টের মধ্যে একটায় লিখেছেন, ‘জো বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ভাবা হচ্ছে। যাহোক, ভিএআর সে সিদ্ধান্তটা যাচাই করছে!’ লিনেকারের মতো নির্বাচন নিয়ে নিয়মিত টুইট করে গেছেন বাইডেনের প্রকাশ্য সমর্থক বাস্কেটবল কিংবদন্তি লেব্রন জেমস। একটা টুইটে জো বাইডেনকে উদ্দেশ করে লিখেছেন, ‘মানুষের চরিত্রের দাম আছে। স্বাভাবিকভাবে যে একজন ভালো মানুষ, তাঁর দাম আছে!’