ডি ভিলিয়ার্সের যে তিনটি রেকর্ড হয়তো আপনি জানেন না

এবি ডি ভিলিয়ার্সফাইল ছবি

গোলাপি জার্সি। সাদা বল। জোহানেসবার্গ।

২০১৫ সালের জানুয়ারিতে বুলরিংকে সেদিন উন্মাতাল করে তুলেছিলেন এবি ডি ভিলিয়ার্স। ৩১ বলে তিন অঙ্ক পূর্ণ করেছিলেন, ভেঙেছিলেন ওয়ানডেতে দ্রুততম শতকের কোরি অ্যান্ডারসনের রেকর্ড। ডি ভিলিয়ার্স আর রেকর্ড—একসঙ্গে বললে হয়তো সবার আগে আপনার চোখে ভাসবে ৪৪ বলে ১৪৯ রানের ওই ইনিংসটাই।

তবে ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’র ক্যারিয়ারে আছে আরও কিছু চমকপ্রদ রেকর্ড, হয়তো যেগুলো জানা নেই আপনার। ১৯৮৪ সালের এই দিনে জন্ম নেওয়া মহাতারকার সে রেকর্ডগুলো চলুন এই সুযোগে জেনে নেওয়া যাক।

ডি ভিলিয়ার্স যখন শূন্যের ‘রাজা’

২০০৭ ওয়ানডে বিশ্বকাপে এবি ডি ভিলিয়ার্স ব্যাটিং করেছিলেন ১০ ইনিংসে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট জর্জেসে একটা শতক করেছিলেন, ছিল ৬২ ও ৯২ রানের দুটি ইনিংসও। তবে সে টুর্নামেন্টে এ ডানহাতি কোনো রান না করেই আউট হয়েছিলেন ৪ বার—নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে।

ওই ৪ শূন্যতেই এক সিরিজে সবচেয়ে বেশি ‘ডাক’-এর রেকর্ডটা হয়ে যায় ডি ভিলিয়ার্সের। অবশ্য এখানে তিনি একা নন। এক সিরিজে ৪ বার করে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড আছে আরও চারজনের—অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল, ইংল্যান্ডের ইয়ান ব্ল্যাকওয়েল, আয়ারল্যান্ডের কাইল ম্যাককালান ও যুক্তরাষ্ট্রের মোনাঙ্ক প্যাটেল।

অবশ্য এঁদের সবার রেকর্ডটাই আদতে টুর্নামেন্টে। দ্বিপক্ষীয় সিরিজে সবচেয়ে বেশি ৩ বার শূন্যের রেকর্ডটা যৌথভাবে ১২ জনের।

এক সিরিজে সবচেয়ে বেশি শূন্য রানের রেকর্ডটা ডি ভিলিয়ার্সের
ফাইল ছবি: এএফপি

কিপিং গ্লাভসেও ‘সেরা’

ডি ভিলিয়ার্স কী পারতেন না, এমন প্রশ্ন হয়তো করাই যায়। তিন সংস্করণেই দক্ষিণ আফ্রিকার উইকেটকিপিংয়ের দায়িত্বও সামলেছেন তিনি বিভিন্ন সময়ে।

১১৪ টেস্টের ক্যারিয়ারে ২৪ বার তিনি খেলেছেন স্বীকৃত উইকেটকিপার হিসেবে। ২০১৩ সালে উইকেটকিপার হিসেবে ছুঁয়েছিলেন বিশ্বরেকর্ডও। পাকিস্তানের বিপক্ষে জোহানেসবার্গে দুই ইনিংস মিলিয়ে নিয়েছিলেন ১১টি ক্যাচ। উইকেটকিপার হিসেবে এক টেস্টে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড যেটি।

ডি ভিলিয়ার্সের আগে-পরে এ কীর্তি আছে আর দুজনের। ১৯৯৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গেই এ রেকর্ড গড়েছিলেন ইংল্যান্ডের জ্যাক রাসেল। আর ২০১৮ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে রাসেল-ডি ভিলিয়ার্সকে ছুঁয়েছেন ভারতের ঋষভ পন্ত।

১৯৮৪ সালের এই দিনে জন্ম নিয়েছিলেন ডি ভিলিয়ার্স
ছবি: এএফপি

টানা পঞ্চাশ

২০১২ সালের নভেম্বর থেকে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে ডি ভিলিয়ার্স ছিলেন দুর্দান্ত ফর্মে। পার্থ থেকে পোর্ট এলিজাবেথ—টানা ১২টি টেস্টেই কোনো না কোনো ইনিংসে অন্তত অর্ধশতক ছুঁয়েছিলেন ডি ভিলিয়ার্স। টানা অর্ধশতকে ডি ভিলিয়ার্স ভেঙেছিলেন ভিভ রিচার্ডসের রেকর্ড। ১৯৭৬ সালের জানুয়ারি থেকে ১৯৭৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত টানা ১১ ম্যাচে অর্ধশতক করেছিলেন রিচার্ডস।

ডি ভিলিয়ার্সের টানা অর্ধশতকের রেকর্ড পরে ছুঁয়েছেন ইংল্যান্ডের জো রুট। ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের আগস্ট পর্যন্ত টানা ১২ টেস্টে অর্ধশতক করেছিলেন রুটও।

আর টানা ১১ ম্যাচে অর্ধশতকে রিচার্ডস ছাড়াও আছেন আরও তিনজন—ভারতের গৌতম গম্ভীর ও বীরেন্দর শেবাগ, বাংলাদেশের মুমিনুল হক।