দাবায় জিয়ার ছেলে
বাপকা বেটা। তাহসিন তাজওয়ার জিয়া এখন এমনটা দাবি করতেই পারে। বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ভারতে প্রথম টুর্নামেন্ট খেলেছিলেন ১৯৮৯ সালে। কলকাতার টেলিগ্রাফ স্কুল দাবায়। ২৩ বছর পর জিয়াকে পুরোনো সেই স্মৃতি মনে করিয়ে দিল তাঁর ছেলে। এবার ২৪তম টেলিগ্রাফ স্কুল দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের একমাত্র প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছে তাহসিন। মজার ব্যাপার হলো, তাহসিনেরও স্কুল পর্যায়ের কোনো টুর্নামেন্টে এই প্রথম অংশ নেওয়া। ছেলেকে খেলতে দেখে স্বাভাবিকভাবেই স্মৃতিকাতর হয়ে পড়েছিলেন জিয়া। বাবার কাছে শুনে শুনে তাহসিনও কলকাতার এই টুর্নামেন্টে খেলার জন্য ছিল রোমাঞ্চিত, ‘এই টুর্নামেন্টটি সম্পর্কে বাবার কাছ থেকে অনেক কিছু শুনেছি আমি।’ ওয়েবসাইট।