নেইমারকে চেলসিতে আনতে চেয়েছিলেন অস্কার
মাত্র ২০ বছর বয়সেই ফুটবল বিশ্বকে চমকে দিয়েছেন ব্রাজিলের বিস্ময়বালক নেইমার। সান্তোসের এই স্ট্রাইকারকে দলে ভেড়ানোর জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা করে যাচ্ছে ইউরোপের শীর্ষসারির ক্লাবগুলো। কিন্তু এই প্রস্তাব বরাবরই ফিরিয়ে দিয়েছেন নেইমার। সাম্প্রতিক সময়ে তাঁকে চেলসিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তাঁর ব্রাজিলিয়ান সতীর্থ অস্কার। এবারের দলবদলের মৌসুমে অস্কার ব্রাজিল থেকে পাড়ি জমিয়েছেন ইংল্যান্ডের শীর্ষ ক্লাব চেলসিতে।বেশ কিছুদিন ধরেই নেইমারকে দলে ভেড়ানোর চেষ্টা করছে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা এবং ইংল্যান্ডের চেলসি। কিন্তু এখনই ইউরোপিয়ান ফুটবলে খেলার সময় আসেনি বলে স্পষ্টই জানিয়ে দিয়েছেন ২০ বছর বয়সী নেইমার। তবে ভবিষ্যতে তিনি যদি কখনো দেশের বাইরে পা রাখেন, তাহলে চেলসির কথাই নেইমার আগে ভাববেন বলে মনে করেন অস্কার। তিনি বলেছেন, ‘আমদের লন্ডন থাকাকালীন অবস্থায় আমি নেইমারকে চেলসিতে ক্যারিয়ার গড়ার কথা বলেছি। তার যখন কোনো ইউরোপিয়ান ক্লাবে খেলার ইচ্ছা হবে, তখন আমি হয়তো তাকে রাজি করাতে পারব।’ বর্তমানে ব্রাজিলকে ফুটবলে প্রথম অলিম্পিক সোনা জেতানোর মিশন নিয়ে ইংল্যান্ডে আছেন নেইমার ও অস্কার।নেইমার এখনো ইউরোপে পাড়ি জমাতে রাজি না হলেও অস্কার বেশ সানন্দেই রাজি হয়েছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন চেলসির প্রস্তাবে। তিনি বলেছেন, ‘আমার এজেন্ট যখন আমাকে চেলসির প্রস্তাবের কথা জানিয়েছিল, তখন আমি এক কথায় রাজি হয়ে গিয়েছিলাম। তারা ইউরোপের চ্যাম্পিয়ন। কিন্তু তার পরও তাদের দল আরও ভারী করার উচ্চাকাঙ্ক্ষা আছে।’ আগামী মৌসুমে চেলসিকে শিরোপা জেতানোর প্রত্যয়ও ব্যক্ত করেছেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। বলেছেন, ‘বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জেতার মতো সক্ষমতা চেলসির আছে। আমি জানি টানা দুইবার চ্যাম্পিয়নস লিগ জেতাটা খুবই কঠিন। এমনকি বার্সেলোনাও এটা পারেনি। কিন্তু চেলসির পক্ষে এটা খুবই সম্ভব।’