পরিসংখ্যানে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০১৬

২০ ওভারের ক্রিকেটের বিশ্ব আসরটা শেষ হলো কার্লোস ব্রাফেটের তাণ্ডবে, ওয়েস্ট ইন্ডিজের সাফল্যগাথায়। কোনো ম্যাচ না জিতেই সুপার টেন পর্ব থেকে বিদায় নিলেও সেই পাতায় বাংলাদেশের নামটা জ্বলজ্বলই করছে। সবচেয়ে বেশি রান, সর্বোচ্চ ইনিংস, সেরা বোলিং ও সবচেয়ে বেশি ছক্কা বাংলাদেশের খেলোয়াড়দেরই। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিসংখ্যান নিয়েই এই আয়োজন।

সর্বোচ্চ দলীয় ইনিংস

                        ম্যাচ                           ভেন্যু

২৩০/৮    ইংল্যান্ড-দ. আফ্রিকা           মুম্বাই

২২৯/৪     দ. আফ্রিকা-ইংল্যান্ড           মুম্বাই

২০৯/৫    দ. আফ্রিকা-আফগানিস্তান     মুম্বাই

২০১/৫     পাকিস্তান-বাংলাদেশ          কলকাতা

১৯৬/৩    ও. ইন্ডিজ-ভারত              মুম্বাই

সবচেয়ে বেশি রান

                                             ইনিংস    রান   সর্বোচ্চ      গড়      স্ট্রাইক রেট  ১০০/৫০

তামিম ইকবাল(বাংলাদেশ)         ৬     ২৯৫  ১০৩*   ৭৩.৭৫    ১৪২.৫১      ১/১

বিরাট কোহলি (ভারত)             ৫     ২৭৩   ৮৯*  ১৩৬.৫০   ১৪৬.৭৭     ০/৩

জো রুট (ইংল্যান্ড)                  ৬     ২৪৯   ৮৩    ৪৯.৮০    ১৪৬.৪৭     ০/২

মোহাম্মদ শেহজাদ (আফগানিস্তান)  ৭     ২২২    ৬১     ৩১.৭১     ১৪০.৫০      ০/১

জস বাটলার (ইংল্যান্ড)             ৬     ১৯১   ৬৬*    ৪৭.৭৫    ১৫৯.১৬      ০/১

সেরা বোলিং

                                                 ম্যাচ               ভেন্য

৫/২২  মুস্তাফিজুর রহমান   বাংলাদেশ-নিউজিল্যান্ড কলকাতা

৫/২৭  জেমস ফকনার      অস্ট্রেলিয়া-পাকিস্তান     মোহালি

৪/১১   ফন মিকেরেন        হল্যান্ড-আয়ারল্যান্ড     ধর্মশালা

৪/১১   মিচেল স্যান্টনার     নিউজিল্যান্ড-ভারত      নাগপুর

৪/১৫  সাকিব আল হাসান  বাংলাদেশ-ওমান        ধর্মশালা

সর্বনিম্ন দলীয় ইনিংস

                              ম্যাচ                    ভেন্যু

৭০      (১৫.৪)  বাংলাদেশ-নিউজিল্যান্ড কলকাতা

৭৯      (১৮.১)  ভারত-নিউজিল্যান্ড      নাগপুর

১১৬/৬  (২০)    হংকং-আফগানিস্তান     নাগপুর

১১৭/৮  (২০)    ও. ইন্ডিজ-আফগানিস্তান       নাগপুর

১১৮/৫  (১৮)    পাকিস্তান-ভারত        কলকাতা

সবচেয়ে বেশি উইকেট

                                            ওভার       রান    উইকেট  সেরা        গড়      ইকোনমি

মোহাম্মদ নবী (আফগানিস্তান)    ২৭.০     ১৬৪     ১২    ৪/২০    ১৩.৬৬    ৬.০৭

রশিদ খান (আফগানিস্তান)       ২৮.০     ১৮৩     ১১     ৩/১১    ১৬.৬৩    ৬.৫৩

মিচেল স্যান্টনার (নিউজিল্যান্ড)   ১৮.১      ১১৪      ১০    ৪/১১     ১১.৪০     ৬.২৭

ইশ সোধি (নিউজিল্যান্ড)         ১৯.৪     ১২০     ১০    ৩/১৮    ১২.০০     ৬.১০

ডেভিড উইলি (ইংল্যান্ড)         ২১.০     ১৫৯     ১০    ৩/২০    ১৫.৯০    ৭.৫৭

সাকিব আল হাসান (বাংলাদেশ) ২৩.০     ১৬৬     ১০    ৪/১৫    ১৬.৬০     ৭.২১

সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস

                                                ম্যাচ                   ভেন্যু

১০৩*  তামিম ইকবাল        বাংলাদেশ-ওমান        ধর্মশালা

১০০*  ক্রিস গেইল           ও. ইন্ডিজ-ইংল্যান্ড      মুম্বাই

৮৯*   বিরাট কোহলি        ভারত-ও. ইন্ডিজ        মুম্বাই

৮৫*   মারলন স্যামুয়েলস    ও. ইন্ডিজ-ইংল্যান্ড      কলকাতা

৮৪*   আন্দ্রে ফ্লেচার         ও. ইন্ডিজ-শ্রীলঙ্কা       বেঙ্গালুরু

সবচেয়ে বেশি ছক্কা

১৪    তামিম ইকবাল         বাংলাদেশ

১২    জস বাটলার           ইংল্যান্ড

        মোহাম্মদ শেহজাদ     আফগানিস্তান

১১    ক্রিস গেইল           ও. ইন্ডিজ

     এবি ডি ভিলিয়ার্স     দ. আফ্রিকা

সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংস (কমপক্ষে ২৫ রান)

স্ট্রাইক রেট     রান      (বল)       ব্যাটসম্যান                       ম্যাচ                  ভেন্যু

৩৪০.০০      ৩৪*   (১০)      কার্লোস ব্রাফেট     ও. ইন্ডিজ-ইংল্যান্ড       কলকাতা

২৬৮.৭৫      ৪৩     (১৬)     জেসন রয়           ইংল্যান্ড-দ. আফ্রিকা     মুম্বাই

২৫৭.৮৯      ৪৯     (১৯)     শহীদ আফ্রিদি       পাকিস্তান-বাংলাদেশ     কলকাতা

সবচেয়ে বড় জু​িট

রান   উইকেট                    জুটি                            ম্যাচ                             ভেন্যু

৯৮  ৫ম       সামিউল্লাহ শেনোয়ারি-মোহাম্মদ নবী  আফগানিস্তান-জিম্বাবুয়ে   নাগপুর

৯৭   ২য়       তামিম ইকবাল-সাব্বির রহমান        বাংলাদেশ-ওমান          ধর্মশালা

৯৭   ৩য়       জনসন চার্লস-লেন্ডল সিমন্স           ও. ইন্ডিজ-ভারত          মুম্বাই

সবচেয়ে বে​িশ ডিসমিসাল

ডিসমিসাল   ক্যাচ    স্টাম্পিং   উইকেটকিপার      দল

         ৪       ৪      মহেন্দ্র সিং ধোনি  ভারত

 সবচেয়ে বে​িশ ক্যাচ

        মার্টিন গাপটিল         নিউজিল্যান্ড

ইনিংসে সবচে​েয় কিপটে বোলিং

ইকোনমি                   

২.২৫  ৪-০-৯-১    আমির হামজা       আফগানিস্তান-ও. ইন্ডিজ নাগপুর

২.৭৫  ৪-০-১১-৩  রশিদ খান          আফগানিস্তান-জিম্বাবুয়ে  নাগপুর

২.৭৫  ৪-০-১১-৪   মিচেল স্যান্টনার    নিউজিল্যান্ড-ভারত       নাগপুর

২.৭৫  ৪-১-১১-১   জেফরি ভ্যানডারসে শ্রীলঙ্কা-ও. ইন্ডিজ        বেঙ্গালুরু

৮.৮৯

ওভারপ্রতি সবচেয়ে বেশি রান তুলেছে ইংল্যান্ড

সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ

একটিও ম্যাচ জেতেনি আয়ারল্যান্ড ও হংকং

১১

ইনিংসে সবচেয়ে বেশি ছক্কা ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের, ইংল্যান্ডের বিপক্ষে