পেলের হাতে গিটার...

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের পোস্ট করা কয়েকটি ছবি নিয়েই এই ফটো ফিচার—
১ / ৯
আগুয়েরোওওও… ম্যানচেস্টার সিটির ঐতিহাসিক মুহূর্তের দশ বছর পূর্তিতে উন্মোচন করা হয়েছে সার্জিও আগুয়েরোর ভাস্কর্য। সেটির সামনে দাঁড়িয়ে তিনি।
ইনস্টাগ্রাম
২ / ৯
এক ছবিতে এত তারকা! লর্ডসের ২০০ বছর পূর্তিতে প্রদর্শনী ম্যাচ খেলেছিল এমসিসি ও অবশিষ্ট বিশ্ব একাদশ। সে ছবিটি পোস্ট করে শচীন টেন্ডুলকার ক্যাপশনে লিখেছেন, ‘মাই মাল্টিভার্স অফ ম্যাডনেস।’
টুইটার
৩ / ৯
লা লিগা জিতেছে রিয়াল মাদ্রিদ, উঠেছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। এমনিতে রিয়াল মাদ্রিদ সমর্থক ফেরারি ড্রাইভার কার্লোস সাইঞ্জ অভিনন্দন জানিয়েছেন অধিনায়ক মার্সেলোকে।
ইনস্টাগ্রাম
৪ / ৯
স্কুলে বইয়ের চরিত্র সাজার দিন। রস টেলরের ছেলে বেছে নিয়েছেন বাবার চরিত্র! তবে কি দ্রুতই আসছে টেলরের আত্মজীবনী?
ইনস্টাগ্রাম
৫ / ৯
মোহাম্মদ হাফিজের বিবাহবার্ষিকী ছিল। স্ত্রীর সঙ্গে এ ছবিটা পোস্ট করেছেন সাবেক পাকিস্তান অলরাউন্ডার।
ইনস্টাগ্রাম
৬ / ৯
ফেয়ারব্রেক আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে সংযুক্ত আরব আমিরাতে আছেন ইংল্যান্ডের ড্যানি ওয়েইট। সে টুর্নামেন্ট দেখতে গিয়েছিলেন শোয়েব মালিক। দুইজনের দেখা সেখানেই।
ইনস্টাগ্রাম
৭ / ৯
‘শুক্রবার ও ছুটির দিন’। এমন ক্যাপশনের ছবিটা দেখেই বোঝা যায়, বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া দিনটা উপভোগই করছেন।
ইনস্টাগ্রাম
৮ / ৯
অনুশীলন শেষে নিজেকে চাঙা করে নিচ্ছেন নেইমার।
ইনস্টাগ্রাম
৯ / ৯
‘সংগীত সবসময়ই আমার জীবনের অংশ। মেজাজটা ভালো করতে জ্যাম সেশনের মতো কিছু হয় না’, এ ছবিটা দিয়ে ক্যাপশনে লিখেছেন পেলে। তাঁর এই জ্যাম সেশনের শ্রোতাদের নাম বলতে পারবেন?
ইনস্টাগ্রাম