ফুটসাল বিশ্বকাপ জিতল ব্রাজিল
বিশ্বকাপ ফুটবলটা পাঁচবার জেতা হয়ে গেছে আগেই। এবার পঞ্চমবারের মতো ফাইভ-এ-সাইড ফুটসাল বিশ্বকাপটাও জিতল ব্রাজিল। কাল ব্যাংককে ফাইনালে স্পেনকে ৩-২ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে দলটি। নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিত ছিল ২-২ গোলে। অতিরিক্ত সময়ে নেতোর গোলই পার্থক্য গড়ে দেয়। ব্রাজিলের প্রথম গোলটিও করেছিলেন নেতো, অপর গোলটি ফ্যালকাওয়ের। স্পেনের গোল দুটি করেছেন তোরাস ও আইকার্দো। ২০০৮ সালে এই স্পেনকেই টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিলিয়ানরা। ২৪ দলের এই টুর্নামেন্টে তৃতীয় হয়েছে ইতালি। গতকালই দলটি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে কলম্বিয়াকে হারিয়েছে ৩-০ গোলে। এএফপি।