বই দিবসে শচীনের হাতে বাবার লেখা বই

তারকারা এখন কী করেন, কোথায় যান, কী খান—এসব জানতে আর সংবাদমাধ্যমের অপেক্ষায় থাকতে হয় না কাউকে। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেরাই তা জানিয়ে দেন সবাইকে। ভক্ত-সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখা অবশ্যই একটা কারণ, তবে সেটাই একমাত্র কারণ নয়। টুইটার-ইনস্টাগ্রামে কার কত ফলোয়ার—এ দিয়েও অনেক সময় তারকামূল্যের বিচার হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের দেওয়া কিছু নির্বাচিত ছবি দিয়েই এই ফটো ফিচার—
১ / ৭
সঙ্গীসাথিসহ ঢাকার এক রেস্তোরাঁয় সাহরি সেরেছেন বাংলাদেশের নারী ক্রিকেটার জাহানারা আলম।
ছবি: ফেসবুক
২ / ৭
বই দিবসে বাবা রমেশ টেন্ডুলকারের লেখা বই পড়ছেন ভারতীয় ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার
ছবি: টু্ইটার
৩ / ৭
অবসরে স্ত্রীকে নিয়ে একটু বেড়িয়ে এলেন আতলেতিকো মাদ্রিদ তারকা লুইস সুয়ারেজ
ছবি: টুইটার
৪ / ৭
দল বেঁধেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইফতারে যোগ দিয়েছিলেন মিরাজ-তাসকিনরা
ছবি: ইনস্টাগ্রাম
৫ / ৭
মেয়ের ১১তম জন্মদিন, ব্রাজিলের সাবেক ফুটবল তারকা কাকা উদ্‌যাপনের এক মুহূর্তে মেয়েকে পিঠেই তুলে নিলেন
ছবি: ইনস্টাগ্রাম
৬ / ৭
ফাফ ডু প্লেসির হাতে কয়টি ট্যাটু, সেটিই কি গুনে দেখছেন সতীর্থ রবিন উথাপ্পা
ছবি: ইনস্টাগ্রাম
৭ / ৭
স্বামী সন্তান নিয়ে ঘুরে এলেন মার্কিন নারী ফুটবল তারকা অ্যালেক্স মরগান
ছবি: ইনস্টাগ্রাম