বার্সেলোনাকে বিপদ থেকে উদ্ধার করার ইচ্ছা নেই আর্জেন্টাইন ‘যোদ্ধা’র

মেসি-নেইমার-সুয়ারেজদের বিশ্বজয়ী বার্সায় মাচেরানোও ছিলেন।ছবি : টুইটার

আতলেতিকোর মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে সেদিন চোট নিয়ে মাঠ ছেড়েছেন পিকে। মাঠ ছাড়ার সময় হতাশায় যেভাবে পিকে দুহাত দিয়ে মুখ ঢেকেছেন, তা থেকে বোঝা গেছে চোট গুরুতরই। অনেক দিন মাঠের বাইরে থাকতে হতে পারে বার্সার ডিফেন্ডারকে। পিকের হাঁটুর এই চোট বার্সেলোনার কোচ কোমানের কপালে বড় ভাঁজই ফেলার কথা। এমনিতেই রক্ষণে খেলোয়াড় সংকট আছে দলটির; তার ওপর পিকে লম্বা সময়ের জন্য বাইরে থাকলে রক্ষণ নিয়ে বেকায়দায় পড়তে হবে দলটিকে। দলবদলের জানালাও খোলা নেই, ফলে চট করে কোনো ডিফেন্ডার যে কিনে ফেলবে বার্সেলোনা, সে উপায়ও নেই। কাউকে আনতে চাইলে হয় সে খেলোয়াড়কে চুক্তিহীন বেকার হতে হবে, নয়তো কাউকে অবসর থেকে ফেরাতে হবে।

ফলে যথারীতি শুরু হয়ে গিয়েছে গুঞ্জন। পিকের জায়গায় খেলানোর জন্য কাউকে কি দলে আনবে বার্সেলোনা? বাজারে চুক্তিহীন খেলোয়াড় কে আছেন? সদ্য অবসরইবা নিয়েছেন কোন ডিফেন্ডার, যাঁকে বুঝিয়ে-সুজিয়ে বার্সার হয়ে খেলার জন্য রাজি করা যায়? স্প্যানিশ সংবাদমাধ্যম এল চিরিঙ্গিতো সেদিন জানিয়েছে, সদ্য ফুটবল থেকে অবসর নেওয়া দলের সাবেক তারকা ডিফেন্ডার হাভিয়ের মাচেরানোকে দলে আনার জন্য খেলোয়াড়ের সঙ্গে যোগাযোগ করা শুরু করে দিয়েছে কাতালান ক্লাবটা। গুঞ্জনটা শুনেই আশাবাদী হয়ে গিয়েছেন বেশ কিছু বার্সা–সমর্থক। মাচেরানো যত দিন বার্সায় ছিলেন, দল ছিল এককথায় বিশ্বজয়ী। অকুতোভয় যোদ্ধার মতো মাঠে খেলতেন এই আর্জেন্টাইন। বার্সায় জেতেননি, এমন কোনো ট্রফি নেই। দলের মূল তারকা লিওনেল মেসির সঙ্গে সম্পর্কটাও দুর্দান্ত তাঁর। প্রিয় দলের দুর্দিনে কি মাচেরানোর মন একটু হলেও কাঁদে না?

চোটে পড়ে এই মৌসুমে আর হয়তো খেলাই হবে না পিকের।
ছবি : রয়টার্স

তবে টুইটারে মাচেরানো যা লিখেছেন, তাতে ওই আশার পারদ বাড়ার আগেই নেমে যাবে। পিকের বিকল্প হিসেবে বার্সায় আসবেন কি না, এক সমর্থকের এ প্রশ্নের জবাবে মাচেরানো লিখেছেন, ‘দয়া করে না, কোনোই দরকার নেই!’ সঙ্গে কয়েকটা হাসিঠাট্টার ইমোজি দিয়ে ব্যাপারটাকে একদম উড়িয়ে দিয়েছেন।

এ মুহূর্তে বার্সেলোনার সিনিয়র দলে সেন্টারব্যাক আছেন চারজন—পিকে, ক্লেমেন্ত লংলে, স্যামুয়েল উমতিতি ও রোনালদ আরাহো। উমতিতি তো বহুদিন ধরেই চোট নিয়ে মাঠের বাইরে। পিকের যেমন চোট, তাঁকে মৌসুমের বাকি সময়ের জন্য মাঠের বাইরে থাকতে হবে। সে ক্ষেত্রে লংলে আর আরাহোকেই নিতে হবে মূল দায়িত্ব। তবে মূল সমস্যা হলো এ মৌসুমে লংলের পারফরম্যান্সের গ্রাফটা একটু নিম্নমুখী। আর আরাহো এখনো অতটা পরিণত নন, বয়স মাত্র ২১ বছর।

গত সপ্তাহেই অবসর নিয়েছেন মাচেরানো।
ছবি : টুইটার

শুধু মাচেরানোই নন, আরেক আর্জেন্টাইন সেন্টারব্যাককেও দলে আনার চেষ্টা করতে পারে বার্সেলোনা, জানিয়েছে এল চিরিঙ্গিতো। তিনি এজেকিয়েল গ্যারায়, ২০১৪ বিশ্বকাপে আর্জেন্টাইন রক্ষণভাগের মূল কান্ডারি। ভ্যালেন্সিয়ার সঙ্গে এই মৌসুমের আগে চুক্তি শেষ হয়ে যাওয়া গ্যারায় এখন বেকার। বার্সা চাইলেই দলে আনতে পারে তাঁকে।

আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করা মাচেরানো এক বছর খেলেছেন ব্রাজিলের করিন্থিয়ানসে। সেখানে প্রতিভার ঝলক দেখিয়ে স্ট্রাইকার কার্লোস তেভেজের সঙ্গে খেলতে আসেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ওয়েস্ট হামে। সেখানে দুর্দান্ত খেলে নজরে পড়েন লিভারপুলের। তিন বছর লিভারপুলে কাটানোর পর যোগ দেন গার্দিওলার বিশ্বজয়ী বার্সেলোনায়। আট বছরে সেখানে সম্ভাব্য সবকিছু জিতে পাড়ি জমান চীনে, হেবেই চায়না ফরচুনের হয়ে খেলার জন্য। শেষমেশ ফিরে আসেন জন্মভূমিতে, প্রিয় বন্ধু হুয়ান সেবাস্তিয়েন ভেরনের ক্লাব এস্তুদিয়ান্তেসের হয়ে খেলার জন্য। গত সপ্তাহে সেই এস্তুদিয়ান্তেস থেকেই অবসর নিয়েছেন।