বাসায় বসে দলের পয়েন্ট খোয়ানো দেখলেন রোনালদো

রোনালদোও নেই, জয়ও নেই জুভেন্টাসের কপালে!ছবি : রয়টার্স

প্রতিপক্ষ পয়েন্ট তালিকার নিচু সারির দল বেনেভেন্তো। জুভেন্টাসের কোচ আন্দ্রেয়া পিরলো হয়তো ভেবেছিলেন, রোনালদোকে ছাড়াই হেসেখেলে জেতা যাবে ম্যাচটা। কিন্তু জুভেন্টাস আবারও দেখিয়ে দিল রোনালদো ছাড়া তাদের আক্রমণভাগ কত সাধারণ মানের। ইতালিয়ান সিরি’আ-এর খেলায় গত রাতে বেনেভেন্তোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে রোনালদোহীন জুভেন্টাস। শিরোপা ধরে রাখার মিশনটা এই ড্রয়ে আরও কঠিন হয়ে গেল জুভেন্টাসের জন্য।

গোল করার পর লাল কার্ডও দেখেছেন মোরাতা
ছবি : রয়টার্স

রোনালদোকে এদিন বিশ্রামে রেখেছিলেন কোচ আন্দ্রেয়া পিরলো। ফলে স্কোয়াডের সঙ্গেও বেনেভেন্তো যাননি এই পর্তুগিজ তারকা, বেঞ্চেও ছিলেন না। হয়তো বাসায় বসে বসেই দলের হতোদ্যম অবস্থা দেখেছেন! শুরুটা অবশ্য জুভেন্টাসের জন্য আশাজাগানিয়াই ছিল। ২১ মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার আলভারো মোরাতার গোলে এগিয়ে যায় জুভরা। পরে ইতালিয়ান রাইটব্যাক গায়েতানো লেতিজিয়ার গোলে সমতায় ফেরে বেনেভেন্তো। পরে হাজার চেষ্টা করেও বেনেভেন্তোর গোলমুখ খুলতে পারেননি মোরাতা-দিবালা-কিয়েসারা। উল্টো লাল কার্ড দেখে দলের হতাশা আরও বাড়িয়েছেন মোরাতা। এই ড্রয়ের পর পয়েন্ট টেবিলে জুভেন্টাসের অবস্থান ৫ নম্বরে। আজ ফিওরেন্তিনা যদি এসি মিলান হারিয়ে দেয়, তাহলে শীর্ষে থাকা রোজোনেরিদের সঙ্গে জুভেন্টাসের পয়েন্ট ব্যবধান বেড়ে দাঁড়াবে ছয়ে।

স্বাভাবিকভাবেই রোনালদোকে কেন এই ম্যাচে খেলানো হলো না, প্রশ্ন উঠেছে। কোচ পিরলোর মতে অবশ্য সিদ্ধান্তটা সঠিকই ছিল, কেননা রোনালদো একটু চোট সমস্যায় ভুগছেন, ‘ওদিন চ্যাম্পিয়নস লিগে ফেরেনৎভারোসের বিপক্ষে মাঠে নামার আগেই ওর একটু চোট সমস্যা ছিল। কিন্তু ও চ্যাম্পিয়নস লিগে খেলতে চেয়েছিল। তাই এই ম্যাচে ওকে খেলানো হয়নি। আন্তর্জাতিক বিরতির পর খেলোয়াড়দের একটু বিশ্রামে থাকা খুবই স্বাভাবিক। পরপর জাতীয় দলের হয়ে খেলা আর চ্যাম্পিয়নসের লিগে খেলার পর একটু বিশ্রামের দরকার পড়েই। আমরাই শুধু একমাত্র ক্লাব না যারা এভাবেই খেলোয়াড়দের বিশ্রাম দিচ্ছে।’

এ নিয়ে এই মৌসুমে লিগে তিনবার রোনালদোকে ছাড়া মাঠে নেমেছে জুভেন্টাস। বেনেভেন্তো, হেল্লাস ভেরোনা ও ক্রোতোনের বিপক্ষে। তিন ম্যাচেই জিততে পারেনি।