বিসিএল শুরুর দিন করোনা পজিটিভ আবদুল মজিদ

করোনা পজিটিভ হয়েছেন মধ্যাঞ্চলের আব্দুল মজিদফাইল ছবি: প্রথম আলো

বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) শুরুর আগে করোনাভাইরাস পজিটিভ হয়েছেন ওয়ালটন মধ্যাঞ্চলের ব্যাটসম্যান আবদুল মজিদ। তবে ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে করানো র‍্যাপিড টেস্টে নেগেটিভ এলেও শেষ পর্যন্ত টুর্নামেন্টের প্রটোকল অনুযায়ী খেলার অনুমতি দেওয়া হয়নি মজিদকে।

গতকাল রাতে মধ্যাঞ্চলের ক্রিকেটারদের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে বিসিবি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চলের সঙ্গে ম্যাচের আগে সে পরীক্ষায় পজিটিভ হন মজিদ, জানিয়েছে ওয়ালটন। ফ্র্যাঞ্চাইজিটির মতে, ‘মজিদ সুস্থ ও ফিট ছিলেন। (তবে) শেষ মুহূর্তে এসে করোনা টেস্ট হওয়াতে দলের জন্য বিষয়টি কঠিন হয়ে দাঁড়িয়েছে।’

আজ শুরু হয়েছে বিসিএলের নবম আসর
ছবি: ওয়ালটন

অবশ্য টুর্নামেন্টের প্রটোকল অনুযায়ী, করোনাভাইরাসের আশঙ্কা বা উপসর্গ থাকলে সেই ব্যক্তিকে স্কোয়াড থেকে আলাদা করে ফেলা হবে। আর নমুনা পরীক্ষায় কারও পজিটিভ এলে তাঁকে ১০ দিন আইসোলেশনে থাকতে হবে। তবে সপ্তম থেকে দশম দিনের মাঝে উপসর্গ না থাকলে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারবেন। ফলে মজিদের ক্ষেত্রে সপ্তম দিন, অর্থাৎ আগামী ১৮ ডিসেম্বর উপসর্গহীন হয়ে কাটাতে হবে পরের রাউন্ডে খেলার জন্য। ১৯ ডিসেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ড।

আপাতত মজিদকে হারানো মধ্যাঞ্চলের জন্য অবশ্য বড় একটা ধাক্কাই। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞ এ ব্যাটসম্যান এবারের জাতীয় লিগেও ছিলেন তৃতীয় সর্বোচ্চ রান-সংগ্রাহক। ৬ ম্যাচে ৪৩.২১ গড়ে করেছিলেন ৫২১ রান।

মাঝে করোনাভাইরাসের কারণে এক মৌসুম বিসিএল অনুষ্ঠিত হয়নি। আজ আবার শুরু হলো ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির এ লিগ। দুটি আলাদা ভেন্যুতে মুখোমুখি হয়েছে চারটি দল।

সর্বশেষ মৌসুমে করোনাভাইরাসের কারণে হয়নি বিসিএল
ছবি: ওয়ালটন

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বিসিবি দক্ষিণাঞ্চলের বিপক্ষে খেলছে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। সেখানে টসে জিতে ব্যাটিং করছে দক্ষিণাঞ্চল। আর চট্টগ্রামের ম্যাচে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে টসে জিতে ফিল্ডিং করছে ওয়ালটন মধ্যাঞ্চল।

সিঙ্গেল রাউন্ডের এ লিগ শেষে শীর্ষে থাকা দুটি দল খেলবে ফাইনাল। আগামী ২ জানুয়ারি মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে পাঁচ দিনের ফাইনালটি।

বিসিএলের ম্যাচগুলো দেখা যাবে বিসিবির ইউটিউব চ্যানেলে।