বৃষ্টি দেখে দল বদলাতে পারত ভারত?

আজ দলে পরিবর্তন আনতে পারে ভারত?ছবি: রয়টার্স

এত আয়োজনের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনটা বৃষ্টির দখলে ছিল। প্রথম দিনে কোনো বল হওয়া তো দূরের কথা, টসই হতে পারেনি। আর সে সুবাদেই প্রশ্নটা উঠে আসছে, কন্ডিশনের এমন অবস্থা দেখে দল কি বদলাবে ভারত?

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল উপলক্ষে এক দিন আগেই একাদশ জানিয়ে দিয়েছে ভারত। এই সাহসী সিদ্ধান্ত অনেকের প্রশংসা কুড়িয়েছে, অনেকের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। ভারতের চোখে সেরা একাদশই বেছে নেওয়া হয়েছে ম্যাচের জন্য। কিন্তু প্রবল বৃষ্টির কারণে বদলে যাওয়ায় পরিস্থিতিতে একে সেরা একাদশ বলা যাবে কি না, সে প্রশ্ন উঠে গেছে।

দক্ষিণ আফ্রিকান পেসার ডেইল স্টেইনের ভারতের একাদশ জানিয়ে দেওয়ার এ সাহস মনে ধরেছে। তবে এটাও বলেছেন, ভারত চাইলেই এখন একাদশ বদলে ফেলতে পারে।

কোহলি।
ছবি: রয়টার্স

ফাইনালের জন্য ঘোষিত দলে পাঁচ ব্যাটসম্যান, এক উইকেটকিপার ও পাঁচ বোলার জায়গা পেয়েছেন। বিরাট কোহলি, রোহিত শর্মা, শুবমান গিল, চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানের সঙ্গে আছেন ঋষভ পন্ত। আর বোলিং সামলাবেন রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, যশপ্রীত বুমরা, ইশান্ত শর্মা ও মোহাম্মদ শামি।

এ দল দেখে সবাই প্রথমে খুব উচ্ছ্বসিত ছিলেন। যদিও কয়েকজন সাবেক ভারতীয় ক্রিকেটার একজন পেস বোলিং অলরাউন্ডার না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন।
এদিকে বৃষ্টি প্রথম দিন পুরোটা ভাসিয়ে দিয়েছে। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য রিজার্ভ ডে রেখে দেওয়ায় এ নিয়ে খুব একটা ঝামেলা হবে না। কিন্তু দ্বিতীয় দিনেও বৃষ্টি ভালোভাবেই দেখা দিতে পারে।

কাল বৃষ্টি হতে দেয়নি টস।
ছবি: এএফপি

আর সেটা হলে সাউদাম্পটনে পেসারদের দাপট ভালোভাবেই দেখা যাবে। সে ক্ষেত্রে অনেকেই বলছেন, একজন স্পিনার কমিয়ে বাড়তি একজন ব্যাটসম্যান নেওয়ার কথা ভেবে দেখতে। যেহেতু এখনো টস হয়নি, এক দিন আগেই ঘোষিত দলে চাইলেই বদল আনা সম্ভব ভারতের পক্ষে।

সুনীল গাভাস্কারের ধারণা, এই উইকেটে এখন যে আর্দ্রতা থাকবে, তাতে একজন স্পিনারই যথেষ্ট হতে পারেন, কিন্তু দলের ফিল্ডিং কোচ আর শ্রীধরের ধারণা সেরা একাদশই বেছে নেওয়া হয়েছে। তবে ইএসপিএন ক্রিকইনফোর সঙ্গে এক আড্ডায় স্টেইন বলেছেন, ভারত চাইলেই দলে বদল আনতে পারে।

কিন্তু ম্যাচের এক দিন আগেই দল ঘোষণার ব্যাপারটা যে তাঁর মনে ধরেছে, সেটা বারবার জানিয়ে দিয়েছেন, ‘ওরা যা করেছে তা ভালো লেগেছে আমার। ওরা সদর্পে এগিয়ে এসে বিশ্বের সামনে ঘোষণা করেছে, এ দল নিয়েই খেলব। এর ভালো দিক হলো, শুধু টসের সময়ই টিম শিট দিতে পারবে তারা। তাই ওরা যদি দল বদলাতে চায়—যদি বাড়তি একজন পেসার নিতে চায়—তাহলে চাইলেই সেটা করতে পারে। ওরা হয়তো সেটা করতেও পারে, কিন্তু ওরা যা করেছে ভালো লেগেছে আমার।’

প্রথম দিন মজা করে কাতিয়েছেন বোল্টরা।
ছবি: এএফপি

এভাবে দল ঘোষণা করায় মানসিকভাবে যে দল এগিয়ে থাকতে পারে, সেটাই বলছেন স্টেইন। কিন্তু বৃষ্টির কারণে ম্যাচ কন্ডিশন বদলে গেলে ভারত যে চাইলেই বিকল্প পথে হাঁটতে পারে সেটাও বলে দিয়েছেন স্টেইন, ‘এর ফলে একজন খেলোয়াড় প্রস্তুত হওয়ার সুযোগ পায় এবং প্রতিপক্ষকে জানিয়ে দেয় তাদের দল প্রস্তুত। ওরা ম্যাচের জন্য অনুশীলন করেছে...ওরা কঠোর পরিশ্রম করেছে এবং এ টেস্ট ম্যাচে ওরা এভাবেই এগোতে চায় এবং সেটা তারা প্রকাশ করে দিয়েছে। আমার এটা খারাপ লাগেনি। কিন্তু ওরা যদি দল পরিবর্তন করতে চায়, যেহেতু টস এখনো হয়নি, ওরা চাইলেই সেটা করতে পারবে।’